এক্সপ্লোর
বয়স্ক তবে মোস্ট এলিজিবল ব্যাচেলর; পাত্রীরা যোগাযোগ করুন: সলমনকে ঠাট্টা টুইঙ্কলের

মুম্বই: অভিনয়ের দুনিয়া থেকে সরে আসার পর দিন দিন আরও ধারালো হয়ে উঠছেন টুইঙ্কল খান্না। নরেন্দ্র মোদী থেকে অর্ণব গোস্বামী-টুইঙ্কলের বিদ্রুপের তির থেকে গা বাঁচাতে পারেন না কেউ। এবার ছিল সলমন খানের পালা।
এক সংবাদপত্রে নিয়মিত লেখেন টুইঙ্কল। এবার তিনি লিখেছেন, দেশের অন্যতম বয়স্ক অথচ মোস্ট এলিজিবল ব্যাচেলরের জন্য পাত্রী চাই। পাত্র সুদর্শন, আমিশাষী, সফল ও ‘মাসকুলার খানদানি বয়’। নাচ, অভিনয়ে দুর্দান্ত। পাত্রীকে অবশ্যই সুন্দরী ও ছিপছিপে চেহারার হতে হবে। এনজয় করতে হবে লং ড্রাইভ। কথা বেশি বলা একদম চলবে না কারণ পাত্র বকবকানি সহ্য করতে পারেন না। জাতপাত নিয়ে সমস্যা নেই। যোগাযোগ করুন সুলতান@ভাইজান.কম। এমনকী সলমনেরও যাতে এই বর্ণনা থেকে নিজেকে চিনতে অসুবিধে না হয়, তাই ইমেলে অ্যাড্রেসে তাঁর শেষ দুই হিট ছবি ‘সুলতান’ ও ‘বজরঙ্গী ভাইজান’-এর নাম গুঁজে দিয়েছেন টুইঙ্কল। দেখা যাক, টুইঙ্কলের বিজ্ঞাপন দেখে পাত্রীরা ভাইজানের জন্য লাইন দেন কিনা।
এক সংবাদপত্রে নিয়মিত লেখেন টুইঙ্কল। এবার তিনি লিখেছেন, দেশের অন্যতম বয়স্ক অথচ মোস্ট এলিজিবল ব্যাচেলরের জন্য পাত্রী চাই। পাত্র সুদর্শন, আমিশাষী, সফল ও ‘মাসকুলার খানদানি বয়’। নাচ, অভিনয়ে দুর্দান্ত। পাত্রীকে অবশ্যই সুন্দরী ও ছিপছিপে চেহারার হতে হবে। এনজয় করতে হবে লং ড্রাইভ। কথা বেশি বলা একদম চলবে না কারণ পাত্র বকবকানি সহ্য করতে পারেন না। জাতপাত নিয়ে সমস্যা নেই। যোগাযোগ করুন সুলতান@ভাইজান.কম। এমনকী সলমনেরও যাতে এই বর্ণনা থেকে নিজেকে চিনতে অসুবিধে না হয়, তাই ইমেলে অ্যাড্রেসে তাঁর শেষ দুই হিট ছবি ‘সুলতান’ ও ‘বজরঙ্গী ভাইজান’-এর নাম গুঁজে দিয়েছেন টুইঙ্কল। দেখা যাক, টুইঙ্কলের বিজ্ঞাপন দেখে পাত্রীরা ভাইজানের জন্য লাইন দেন কিনা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















