Udit Narayan: সোজা ঠোঁটে ঠোঁটে রেখে চুম্বন মহিলা অনুরাগীদের, ভিডিও ভাইরাল, বিতর্কে উদিত নারায়ণ
Bollywood News: একটি সঙ্গীতানুষ্ঠান থেকে উদিতের কিছু ভিডিও সামনে এসেছে।

মুম্বই: প্রকাশ্য মঞ্চে মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন। এবার নয়া বিতর্কে জড়ালেন শিল্পী উদিত নারায়ণ। ৭০ ছুঁইছুঁই গায়ক তীব্র নিন্দার মুখে পড়েছেন। যদিও সমালোচনা গায়ে মাখতে নারাজ উদিত। তাঁর দাবি, তিনি ‘ভদ্রলোক’। কিন্তু অনুরাগীদের ভালবাসা উপেক্ষা করেন কী করে? (Udit Narayan)
একটি সঙ্গীতানুষ্ঠান থেকে উদিতের কিছু ভিডিও সামনে এসেছে। ভিডিও-য় এক জায়গায় দেখা গিয়েছে, এক মহিলা অনুরাগী উদিতের গালে চুমু দিতে এগিয়ে যাচ্ছেন। কিন্তু ঘাড় ঘুরিয়ে ওই মহিলার ঠোঁটে চুম্বন করেন উদিত। আর এক জায়গায় এক মহিলা উদিতকে আলিঙ্গন করতে যান। ওই মহিলাকে জড়িয়ে সরাসরি ছোঁটে চুম্বন করেন উদিত। (Bollywood News)
ভিডিও সামনে আসার পর থেকেই গায়ককে তীব্র আক্রমণে বিঁধতে শুরু করেছেন নেটিজেনরা। কিন্তু সমালোচনা, নিন্দা কানে তুলতে নারাজ উদিত। তাঁর বক্তব্য, “অনুরাগীরা পাগলামি করেন। আমরা তেমন মানুষ নই। আমরা যথেষ্ট ভদ্র। কেউ কেউ এতে উৎসাহও জোগান। এভাবেই ভালবাসা দেখান কেউ কেউ। এ নিয়ে এত বাড়াবাড়ির কী আছে?”
Udit narayan, tham jao sir. 😭😭 pic.twitter.com/AtIYhYt6ZX
— Prayag (@theprayagtiwari) January 31, 2025
উদিত আরও বলেন, “ভিড়ে প্রচুর মানুষ থাকেন। আমাদের দেহরক্ষীরাও থাকেন সঙ্গে। কিন্তু সাক্ষাতের সুযোগ হাতছাড়া করতে চান না অনুরাগীরা। কেউ করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন, কেউ হাতে চুমু দেন। এগুলো উন্মাদনা। এত গুরুত্ব দেওয়া উচিত নয়।”
কিন্তু উদিত বিষয়টিকে গুরুত্ব না দিতে চাইলেও, বিতর্ক থামছে না। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ওই ভিডিও-য়। কেউ কেউ উদিতকেই কাঠগড়ায় তুলেছেন। অভিযোগ, মহিলারা তাঁকে আলিঙ্গন করতে গিয়েছিলেন। উদিতই এগিয়ে এসে চুম্বন করেন। তাঁর লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অনেকেই। উদিতকে ‘বিকৃত মস্তিষ্কে’র বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ।
তবে উতিদের দাবি, তাঁকে বদনাম করতে চক্রান্ত হয়ে থাকতে পারে। তাঁর কথায়, “পারিবারিক মানুষ হিসেবে ভাবমূর্তি রয়েছে আমার। তাই কেউ কেউ বিতর্ক চান। আদিত্য (উদিতের ছেলে) এমনিতেই চুপচাপ থাকে। কোনও বিতর্কে জড়ায় না। অনেকের হয়ত সেটা সহ্য হচ্ছে না। আমি যখন মঞ্চে গান গাই, অদ্ভুত উন্মাদনা দেখান মানুষ। অনুরাগীরা আমাকে ভালবাসেন। আমারও মনে হয়, ওঁরা আনন্দ করুক। নিলে তেমন মানুষ নই আমি। আমাদেরও ওঁদের খুশি করতে হয়।”
যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাকে ‘স্বতঃস্ফূর্ত’ মুহূর্ত বলে উল্লেখ করেছেন উদিত। জানিয়েছেন, ৪৬ বছর ধরে বলিউডে কাজ করছেন। জোর করে চুম্বনের রেকর্ড নেই তাঁর। মানুষের ভালবাসা দেখে তিনি হাতজোড় করে প্রণাম করেন। মাথা নত করেন শ্রোতাদের সামনে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
