Janhvi Kapoor: বলিউডে অভিনেতাদের মেল ইগো রয়েছে? মুখ খুললেন জাহ্নবী
Ulajh actress Janhvi Kapoor: জাহ্নবীর এই ছবিতেও কিছুটা তেমন গল্পই দেখানো হয়েছে। এই ছবিতে এক ISF অফিসারের সফরকে দেখানো হয়েছে, যে বাড়ি থেকে অনেক দূরে, একটি ষড়যন্ত্রে ফেঁসে যায়।
কলকাতা: 'মেল ইগো'.. কথাটা ইন্ডাস্ট্রিতে বেশ প্রচলিত বটে। তবে এই কথাকে সম্পূর্ণ অস্বীকার করছেন অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। তিনি বিশ্বাস করেন, পুরুষের ইগো বা অনর্থক অত্মশ্লাঘা থাকে না। এটা মূলত থাকে মেয়েদের।
সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কপূরের নতুন ছবি 'উলঝা' (Ulajh)। আর সেই ছবি নিয়েই 'ফিল্মফেয়ার'-এ একটি আলোচনায় জাহ্নবী মুখ খোলেন 'মেল ইগো' (Male Ego) নিয়ে। তাঁর কথায়, 'আমার মনে হয় না ছেলেরা আদৌ ইগো গিয়ে ভাবে। আমার মনে হয় মেয়েরা অনেক বেশি এই বিষয়টা নিয়ে ভাবে। তবে হ্যাঁ, আমি আমার কথা দিয়ে কোনও মেয়েকে আঘাত করতে চাই না। একজন পুরুষ যদি একজন ভাল মানুষ হন, তবে তিনি অবশ্যই ওয়াকিবহাল থাকবেন তাঁর আশেপাশে কী ঘটছে। কোনও ভাল মানুষই ইচ্ছা করে কাউকে আঘাত করতে চাইবে না।' তবে জাহ্নবী বলেন, তিনি 'উলঝা'-র চিত্রনাট্য পড়তে গিয়েও বুঝতে পেরেছেন, মেয়েদের সফরটাও কঠিন নয় মোটেই।'
জাহ্নবী আরও বলেছেন, 'একটা ঘরে যদি অনেকজন পুরুষ থাকে আর তুমি তোমার পয়েন্টে স্থির থাকো যে তুমি কী বলতে চাও, তুমি কিন্তু বাঘিনীর মতোই গোটা বিষয়টাকে হাতের মধ্যে নিয়ে নিতে পারো।' জাহ্নবীর এই ছবিতেও কিছুটা তেমন গল্পই দেখানো হয়েছে। এই ছবিতে এক ISF অফিসারের সফরকে দেখানো হয়েছে, যে বাড়ি থেকে অনেক দূরে, একটি ষড়যন্ত্রে ফেঁসে যায়। তাঁর সমস্ত পরিচয়পত্র কেড়ে নিয়ে চেষ্টা হয় হয় তাঁকে একজন দেশদ্রোহী প্রমাণ করার। একটা পুরুষ শাসিত চাকরিতে, একটি একা মেয়ের লড়াইয়ের গল্পই 'উলঝা'। আর সেই ছবি নিয়ে কথা বলতে গিয়েই জাহ্নবীর উপলদ্বি, 'মেল ইগো' পুরুষদের মধ্যে থাকতে না।
এর পরে জাহ্নবীকে দেখা যাবে 'দেবারা' (Devara) ছবিতে। এই ছবির হাত ধরেই জুনিয়ার এনটিআরের সঙ্গে দেখা যাবে জাহ্নবীকে।
View this post on Instagram
আরও পড়ুন: Jisshu-Nilanjana: লাল-সাদা শাড়িতে সারার ব়্যাম্পওয়াক, মেয়ের সাফল্যে পাশে শুধু নীলাঞ্জনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।