এক্সপ্লোর
সইফ-করিনার বিয়ের সময়ের সারা ও ইব্রাহিমের অদেখা ছবি ইন্টারনেটে ভাইরাল
সোহা আলি খান সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পারিবারিক ছবি পোস্ট করেছিলেন। ছবিটিতে সইফ-করিনা, শর্মিলা, সারা আলি খান, ইব্রাহিম, তৈমুর সহ সমগ্র পটৌদি পরিবারের সদস্যদের দেখা গিয়েছে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
মুম্বই: সোহা আলি খান সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পারিবারিক ছবি পোস্ট করেছিলেন। ছবিটিতে সইফ-করিনা, শর্মিলা, সারা আলি খান, ইব্রাহিম, তৈমুর সহ সমগ্র পটৌদি পরিবারের সদস্যদের দেখা গিয়েছে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এবার ২০১২-কে সইফ আলি খান ও করিনা কপূরের বিয়ের একটি পুরানো ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ছবিটিতে সারা ও ইব্রাহিমকে সদ্যবিবাহিত সইফিনা-র সঙ্গে দেখা যাচ্ছে।
ছবিটিতে সারা ও ইব্রাহিম ছাড়াও রয়েছেন শর্মিলা ঠাকুর, সোহা আলি খান ও সাবা খানও। ছবিটি বিভিন্ন ফ্যান ক্লাব শেয়ার করেছে।
ছবিতে সারা আলি খানকে হলুদ রঙে লেহঙ্গায় খুব মিষ্টি দেখিয়েছে। আর ঠাকুমা শর্মিলার সঙ্গে পাশাপাশি শেরওয়ানি পরে দেখা যাচ্ছে ইব্রাহিমকে। দেখুন সেই ভাইরাল ছবি:
একে অপরের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ডেটিংয়ের পর ২০১২ তে বিয়ে করেন সইফ ও করিনা। সইফের মেয়ে সারা গত বছরই কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এরপর সিম্বা ছবিতেও নজর কাড়েন সারা। এখন ইমতিয়াজ আলির আগামী সিনেমায় কার্তিক আরয়ানের সঙ্গে কাজ করছেন সারা। এই সিনেমা সইফ ও দীপিকা পাড়ুকোনের সিনেমা লভ আজ কাল-এর সিকোয়েল। এছাড়াও বরুণ ধবনের বিপরীতে কুলি নম্বর ১ সিনেমার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন সারা। ইব্রাহিম অবশ্য এখন তাঁর পড়াশোনায় ব্যস্ত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement