Urfi Javed: মারা গিয়েছেন উরফি জাভেদ?
Uorfi Javed: তিনি কি প্রয়াত? সম্প্রতি উরফি জাভেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এই খবর কি সত্যি?
মুম্বই: পোশাক নিয়ে সারাক্ষণই চর্চায় থাকেন উরফি জাভেদ (Urfi Javed)। কখনও সেফটিপিন তো কখনও নিজের ছবি পোস্টকার্ড দিয়ে তৈরি পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দেন। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণই চর্চায় থাকেন উরফি জাভেদ। তিনি কি প্রয়াত? সম্প্রতি তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এই খবর কি সত্যি?
উরফি জাভেদের মৃত্যুর খবর ভাইরাল-
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয় একটি পোস্ট। যেখানে এক নেট ব্যবহারকারী উরফি জাভেদের (Uorfi Javed) ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন যে, আত্মহত্যা করেছেন উরফি জাভেদ। যদিও সেই পোস্টটি পরে মুছে দেওয়া হয়। আর তাঁর মৃত্যুর এই ভুয়ো খবরে (Urfi Javed Fake Death News) বেজায় চটেছেন উরফি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর ভুয়ো মৃত্যুর খবর নিয়ে ক্ষোভপ্রকাশ করেন অভিনেত্রী।
আরও পড়ুন - Happy Birthday Zayed Khan: এষা দেওলের সঙ্গে কী সম্পর্ক জায়েদ খানের? জানুন আরও অজানা তথ্য
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখা যাচ্ছিল সম্প্রতি। একটি মেয়ের ঝুলন্ত দেহের ছবি পোস্ট করা হয়। যদিও মেয়েটির ছবি পিছন দিক থেকে ছিল। ফলে মুখ বোঝা যাচ্ছি না। ওই নেট নাগরিক ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখে যে, উরফি জাভেদ আত্মহত্যা করেছেন। যদিও কিছুক্ষণ পরই সেই পোস্টটি মুছে দেওয়া হয়। নিজের ভুয়ো মৃত্যু খবর নিয়ে ক্ষোভপ্রকাশ করে অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'সারা বিশ্বজুড়ে এসব কী হচ্ছে! আমি এমনিতেই অনেক মৃত্যুর হুমকি পাই। আর এখন এটা কী! আর কমেন্ট বক্সে নেটিজেনরা লিখেছেন যে, তাঁরা আমার খুনির পাশে রয়েছেন!' উল্লেখ্য, উরফি জাভেদ নিজেও কিছুক্ষণ পর এই পোস্টটি মুছে দেন।
প্রসঙ্গত, গুগলে সবথেকে বেশি সার্চ করা তারকাদের মধ্যে অন্যতম উরফি জাভেদ। তাঁর পোশাক সবসময়ই চর্চার বিষয় হয়ে থাকে। নেটিজেন থেকে তাঁর অনুরাগীরা উরফির পরবর্তী খবর কিংবা ছবির অপেক্ষায় থাকেন। সোশ্যাল মিডিয়া এবং গুগল সার্চ তেমনই প্রমাণ দেয়। লখনউ থেকে মুম্বইয়ে অভিনয় কেরিয়ার গড়তে আসা উরফি নজর কাড়েন 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হয়ে আসার পর। ২০১৬ সালে ছোট পর্দার জনপ্রিয় শো 'বড়ে ভাইয়া কি দুলহনিয়া' দিয়ে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ হয়। এছাড়াও টেলিভিশনের বেশ কিছু শো-তে তাঁকে দেখা গিয়েছে।