Urvashi Rautela: কান-এর লাল গালিচায় ছেঁড়া গাউন! ফের ট্রোলের শিকার উর্বশী রাউতেলা
Urvashi Rautela in Cannas 2025: কান -এর লাল গালিচায় ফের ট্রোলড উর্বশী!

নয়াদিল্লি: বিতর্ক যেন পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলা (Urvashi Rautela)-র। ইতিমধ্যেই 'কান'-এর মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। প্রথম দিন কানের লাল গালিচায় কটাক্ষের শিকার হয়েছিলেন উর্বশী। তাঁর পোশাক ও বিশেষ ক্লাচ ব্যাগ দর্শকদের মনে ধরেনি একটুও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তে তা নিয়ে অনেক বিতর্ক ও হয়েছে। তবে জানা গিয়েছে, উর্বশীর ওই পোশাক ছিল বহুমূল্য। তারপরেও উর্বশী অনুরাগীদের মন জয় করতে পারেননি। বিশেষ করে পাখির আকারের একটি ক্লাচ ব্যাগ নিয়ে তিনি আরও কটাক্ষের শিকার হয়েছিলেন। আর কান-এর লাল গালিচায় দ্বিতীয় দিন এসেও কটাক্ষে শিকার হলেন উর্বশী। কিন্তু কেন?
লাল গালিচায় পোশাক বিভ্রাট
সদ্য কান -এর লাল গালিচায় একটি কালো গাউন পরে এসেছিলেন উর্বশী। তাঁর মাথার চুল তুলে বান করা, পোশাকের ওপরের অংশ নেটের। বুক থেকে শুরু হয়েছে কালো কাপড়ের ফ্লেয়ার। কালো গাউনের সঙ্গে হাতে একটি গোলাপি ক্লাচ নিয়েছিলেন উর্বশী। তাঁর মুখে ছিল চড়া মেক আপ, কানে ঝোলা দুল। আপাত দৃষ্টিতে কানের লাল গালিচার উপযুক্তই ছিল তাঁর পোশাক, কিন্তু সমস্যা বাঁধল অন্যখানে। অভিনেত্রী যখন পাপারাৎজিদের দিকে হাত তুলেছিলেন, তখন দেখা গেল তাঁর বাম কাঁধের পোশাকে নিচে একটি ফাটা অংশ। ক্যামেয়ায় সেটা ধরাও পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উর্বশীর সেই ফাটা পোশাকের ছবি। সোশ্যাল মিডিয়ায় তাই নিয়ে যথেষ্ট ট্রোল হয়েছেন উর্বশী।

Urvashi Rautela :- First Indian to have a torn dress at Cannes? pic.twitter.com/ZqePMasB4K
— raman (@Dhuandhaar) May 18, 2025

একজন লিখেছেন, 'কান-এ ছেঁড়া পোশাক পরে হাজির!' আর অন্যজন আবার প্রশংসা করেছেন কান -এর লাল গালিচায় পোশাক বিভ্রাট হওয়ার পরেও আত্মবিশ্বাসের সঙ্গে পোজ দেওয়ার।

কান-এর প্রথম দিনে উর্বশীর লুক
একটি অফ শোলডার রঙবেরঙের গাউন পরেছিলেন তিনি। কালো গাউনের ওপর বিভিন্ন রঙের কাজ। সঙ্গে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার একটি পাখির আকারের ক্লাচ নিয়েছিলেন উর্বশী। তাঁর মাথায় ছিল একটি মুকুট, সেখানে রঙবেরঙের কাজ করা। চোখে রঙিন আইশ্যাডো, বেশ চড়া মেকআপ। বর্তমানে নো মেকআপ লুকই দস্তুর। তবে সোশ্যাল মিডিয়ায় উর্বশীর এই ছবি দেখেই বোঝা গেল, তিনি একেবারে ট্রেন্ডের উল্টোদিকে হেঁটেছেন। নিজেকে সাজিয়ে নিয়েছেন একেবারে রঙিনভাবে।
View this post on Instagram






















