Varun Natasha Baby Born: বাবা হলেন বরুণ, লক্ষ্মী এল 'ধাওয়ান' পরিবারে
Varun Natasha Become Parents:বাবা হলেন বলিউডের সুপারস্টার বরুন ধাওয়ান..
মুম্বই: বাবা হলেন বলিউডের সুপারস্টার বরুন ধাওয়ান। এবার লক্ষ্মী এল ধাওয়ান পরিবারে। গতকাল সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দিলেন নাতাশা দালাল।এই সুখবর দিয়েছেন, বরুনের বাবা তথা বলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ান।
বাবা হলেন বরুণ ধাওয়ান
জানা গিয়েছে, এই মুহূর্তে নাতাশা বিষ্ণুপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন। পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরেই বেরিয়ে আসে এই সুখবর। এদিন নাতনি হয়েছে, বলে জানান ডেভিড ধাওয়ান। বলাইবাহুল্য খুশির বন্যা ধাওয়ান পরিবারে।
চলতি বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের ছবি শেয়ার করেছিলেন বরুণ
চলতি বছরের শুরুতেই, বেবিবাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন বরুণ ও নাতাশা। ছবিতে অন্তঃসত্ত্বা নাতাশাকে স্নেহের স্পর্শ দিতে দেখা যায়। বেবিবাম্পে স্নেহের স্পর্শ দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান তাঁর স্ত্রী প্রেগন্যান্ট হয়েছেন। ছবিতে দেখতে পাওয়া যায় তাঁদের প্রিয় পোষ্যকেও। সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছিল সেও। বরুণ-নাতাশার দিকে তাঁকিয়ে ছিল অবাক পানে চেয়ে। সেবার সুখবর দেওয়ার পাশাপাশি তিনি সকলের থেকে ভালবাসা ও আশীর্বাদ চেয়ে পাঠান।
একুশ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ এবং নাতাশা
প্রসঙ্গত, হাইস্কুল থেকেই তাঁরা একে অপরের পছন্দের মানুষ। পরে তাঁরা পারিবারিকভাবে আরও কাছাকাছি আসেন।একুশ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ এবং নাতাশা। যদিও সাধামাঠভাবেই বিয়ে সারেন এই দম্পতি। বিয়ের প্রস্তুতি নিয়েও কোনও আড়ম্বর করতে চাননি তাঁরা। যার জন্য, সেই খবর প্রথম দিকে চাপা ছিল। বিয়ের তিন বছরের ঠিক পরপরই এবার তাঁদের কোল আলো করে এল কন্যা সন্তান। ইতিমধ্যেই সুখবর পেয়ে, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে অভিনয়ের মাধ্যমেই বরুণের বলিউড অভিষেক
কর্ণ জোহরের পরিচালনায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে অভিনয়ের মাধ্যমেই বরুণের বলিউড অভিষেক। যদিও এই ছবির আগে তিনি মাই নেম ইজ খান ছবিতে সহকারি পরিচালকের ভূমিকায় কাজ করেছিলেন। তারপর নয় নয় করে তিনি ২০ টিরও বেশি সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন। বলাইবাহুল্য আর ফিরে তাঁকাতে হয়নি ডেভিড পুত্রকে।
আরও পড়ুন, রবিনা টন্ডনের বিরুদ্ধে 'মিথ্যা' অভিযোগ দায়ের, 'আশঙ্কাজনক ঘটনা', অভিনেত্রীর পাশে দাঁড়ালেন কঙ্গনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।