Varun-Natasha: হাসপাতাল থেকে বেরতেই ক্যামেরাবন্দি, ভাইরাল বরুণ-নাতাশা কন্যার প্রথম ঝলক
Varun Dhawan and Natasha Dalal: সদ্য যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, হাসপাতাল থেকে বেরোচ্ছেন বরুণ। কোলে লাল-সাদা কম্বলে মোড়া ছোট্ট রাজকন্যা
কলকাতা: পরিবারে এসেছে নতুন সদস্য, বাবা হয়েছেন বরুণ ধবন (Varun Dhawan)। সোশ্যাল মিডিয়ায় এই খবর আগেই জানিয়েছিলেন বলিউড অভিনেতা। আর এবার ভাইরাল হল, একরত্তি কন্যাসন্তানকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার ছবি। স্ত্রী নাতাশা দালাল (Natasha Dalal) নিয়ে, কন্যাকে আগলে গাড়িতে উঠলেন বরুণ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ হতেই ভাইরাল।
সদ্য যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, হাসপাতাল থেকে বেরোচ্ছেন বরুণ। কোলে লাল-সাদা কম্বলে মোড়া ছোট্ট রাজকন্যা। পিছনেই বেরোচ্ছেন নাতাশা, তাঁর পরণে হালকা সবুজ কুর্তি, সাদা পালাজো। তবে এদিন পাপারাৎজিদের জন্য পোজ দেননি বরুণ বা নাতাশা কেউই। দেখাতেও চাননি সন্তানের মুখ। বলিউডে সন্তান জন্মের পরে সাধারণত তার চেহারা তখনই প্রকাশ্যে আনতে চান না বাবা-মা। বরুণ ও নাতাশাও বজায় রেখেছেন সেই রীতিই। কন্যাকে কোলে নিয়ে তড়িঘড়ি গাড়িতে উঠেন বরুণ।
৩ জুন তাঁদের কোলে এসেছে কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও পোস্ট করে নেওয়া হয়েছিল বরুণ ও নাতাশার তরফে। সেখানে ব্যবহার করা হয়েছিল গোলাপি ও ক্রিম রঙ। সেখানে লেখা হয়েছিল, আমাদের ছোট্ট কন্যা পরিবারে এসেছে। আমরা আশীর্বাদপ্রাপ্ত বাবা-মা। আমাদের ধবন ও দালাল পরিবারও আশীর্বাদ পেয়েছে। মা এবং সন্তানের জন্য যাঁরা শুভকামনা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ।'
প্রসঙ্গত, পরিবারে যে সন্তান আসছে, সেই খবর নিজেই শেয়ার করে নিয়েছিলেন বরুণ। নাতাশা যে অন্তঃসত্ত্বা, সেই খবর শেয়ার করতেই সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল শুভেচ্ছাবার্তায়। সদ্য লোকসভা ভোট গিয়েছে, অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও কেন্দ্রে হাজির হয়ে ভোট দিয়েছিলেন নাতাশা। প্রশংসাও কুড়িয়েছিলেন নেটিজেনদের। আর এবার, নাতাশা ও বরুণের কন্যার এই ঝলক প্রকাশ্যে আনতেই তা ভাইরাল। তবে বরুণ ও নাতাশার কন্যার মুখ দেখার জন্য যে আরও অনেকদিনের অপেক্ষা, তা আঁচ করছেন নেটিজেনরা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।