Varun Dhawan: ঘরে এল সদ্যোজাত সন্তান, খুশির খবর বরুণ ধবনের পরিবারে
বরুণ ধবনের (Varun Dhawan) পরিবারের খুশির খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাঁরাও শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেতাকে।
মুম্বই: খুশির খবর বরুণ ধবনের (Varun Dhawan) পরিবারে। সদ্যোজাত সন্তান এসেছে তাঁদের পরিবারে। বরুণ ধবনের পরিবারের খুশির খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাঁরাও শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেতাকে।
বরুণ ধবনের পরিবারে এল সদ্যোজাত পুত্র সন্তান-
জানা গিয়েছে, আজ বরুণ ধবনের দাদা ছবি নির্মাতা রোহিত ধবন (Rohit Dhawan) দ্বিতীয়বার বাবা হলেন। রোহিত ধবন এবং তাঁর স্ত্রী জাহ্নবীর সংসারে আগেই এক কন্যা সন্তান এসেছে। এবার তাঁদের সংসারে পুত্র সংন্তান এল। স্বাভাবিকভাবেই সদ্যোজাত সন্তানের আগমনে খুশির হাওয়া বইছে ধবন পরিবারে। এদিন মুম্বইয়ের নামী এক হাসপাতালের বাইরে দেখা যায় রোহিত এবং ডেভিড ধবনকে। দ্বিতীয়বার কাকা হলেন বরুণ ধবন। নেট দুনিয়ায় অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। পাশাপাশি তাঁর এবং তাঁর স্ত্রী নাতাশার সংসারে কবে সন্তান আসবে, তা নিয়েও মন্তব্য করতে ছাড়েননি নেট নাগরিকরা।
আরও পড়ুন - Jeet Updates: মনামী-ইমনের সঙ্গে 'টাপা টিনি' গানে জমিয়ে নাচ জিতের, মুহূর্তে ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, সদ্যই আগামী ছবি 'বাওয়াল'-এর শ্যুটিং শুরু করেছেন বরুণ ধবন। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে জাহ্নবী কপূরকে। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন বরুণ ও জাহ্নবী। চলতি বছর শুরুর দিকে 'বাওয়াল' ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা শোনা গেলেও বরুণ ধবনের বিপরীতে কোন বলিউড নায়িকাকে দেখা যাবে, তা জানা যায়নি। বিভিন্ন সূত্রে বেশ কিছু নায়িকার নাম উঠে আসছিল। এবার 'বাওয়াল' ছবিতে বরুণ-জাহ্নবী জুটি কতটা ম্যাজিক দেখাতে পারে, তার অপেক্ষায় দর্শকেরা। ছিছোড়ে'র অভূতপূর্ব সাফল্যের পর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক নীতেশ তিওয়ারি জুটি বাঁধছেন এই ছবিতে। আগামী ৭ এপ্রিল ২০২৩ মুক্তি পাবে 'বাওয়াল'। এছাড়াও অভিনেতাকে একাধিক ছবিতে দেখা যাবে। কৃতী শ্যাননের বিপরীতে 'ভেড়িয়া', কিয়ারা আডবাণীর সঙ্গে 'যুগ যুগ জিও' এবং আরও বেশ কিছু ছবি হাতে রয়েছে অভিনেতার। তবে, তার আগে দ্বিতীয়বার কাকা হওয়ার আনন্দ উপভোগ করছেন বরুণ ধবন।