Vicky Kaushal-Katrina Kaif's Wedding: ভিকি কৌশল - ক্যাটরিনা কইফের বিয়েতে কোন কোন বলি তারকারা উপস্থিত থাকবেন?
Vicky Kaushal-Katrina Kaif's Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়ের খবরে উত্তাল বি টাউন। বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীর সঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছিল অভিনেতাকে। সম্প্রতি শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন তাঁরা।
![Vicky Kaushal-Katrina Kaif's Wedding: ভিকি কৌশল - ক্যাটরিনা কইফের বিয়েতে কোন কোন বলি তারকারা উপস্থিত থাকবেন? Varun Dhawan, Sidharth Malhotra & Other B-Town Celebs To Attend Vicky Kaushal-Katrina Kaif's Wedding: Report Vicky Kaushal-Katrina Kaif's Wedding: ভিকি কৌশল - ক্যাটরিনা কইফের বিয়েতে কোন কোন বলি তারকারা উপস্থিত থাকবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/12/a362d05db30dd0569f4a4960637537c7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় এখন অন্যতম চর্চিত বিষয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের বিয়ে। ক্যাটরিনা কইফ যদিও সমস্ত গুঞ্জন অস্বীকার করেছেন, তবে সূত্রের খবর, আগামী মাসেই চার হাত এক হতে চলেছে। সেই থেকে অপেক্ষায় অনুরাগীরাও।
এক সংবাদ সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী রাজস্থানে ভিকি-ক্যাটরিনার বিয়েতে হাজির হবেন একাধিক বলিউড তারকা। শোনা যাচ্ছে এই তারকা জুটি বিয়েতে বলিউডে তাঁদের মেন্টর ও বন্ধুদের ডাকবেন। শোনা যাচ্ছে টিনসেল তারকা কবীর খান, আলি আব্বাস জাফার, কর্ণ জোহর, রোহিত শেট্টি, বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী উপস্থিত থাকবেন বিয়েতে। এছাড়াও আরও অনেক প্রখ্যাত তারকা আসবেন বিয়েতে, এমনটাই খবর সূত্রের।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের বিয়ের খবরে উত্তাল বি টাউন। বেশ কিছুদিন ধরেই 'সূর্যবংশী' অভিনেত্রীর সঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছিল 'উরি' অভিনেতা ভিকি কৌশলকে। সম্প্রতি কিছুদিন ধরে শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়েটা সেরে ফেলতে চলেছেন তাঁরা। পাশাপাশি এও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি রোকা পর্ব সেরে ফেলেছেন তারকা জুটি। যদিও সম্পর্ক থেকে বিয়ের খবর, কোনওটাই এখনও পর্যন্ত নিজের মুখে স্বীকার করেননি ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ কেউই। তবুও বলিউডের আনাচে কানাচে কান পাতলেই মিলছে তাঁদের বিয়ের খবর।,
আরও পড়ুন: Sooryavanshi Box Office Collection: ধারা বজায় রেখে বক্স অফিসে ১২০ কোটির গণ্ডি পার করল 'সূর্যবংশী'
বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের ৭ থেকে ১২-র মধ্যে বসবে তারকা জুটির বিয়ের আসর। রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলেই আয়োজিত হবে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিবাহআসর। শোনা যাচ্ছে, একাধিক ইভেন্ট কোম্পানি একসঙ্গে ভিআইপি বিয়ের আয়োজনের দায়িত্ব নিয়েছে। যদিও ভিকি কিংবা ক্যাটরিনার পক্ষ থেকে কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এই খবরে শীলমোহর দেওয়া হয়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)