এক্সপ্লোর
Advertisement
হংকংয়ের মাদাম তুসোয় এবার মোমোর মূর্তি তৈরি হবে বরুণ ধওয়ানের
মুম্বই: হংকংয়ের মাদাম তুসোয় এবার চতুর্থ ভারতীয় হিসেবে মোমের মূর্তি তৈরি হবে অভিনেতা বরুণ ধওয়ানের। এর আগে যে তিনজনের মোমের মূর্তি হংকংয়ের মাদাম তুসোয় রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মহাত্মা গাঁধী, নরেন্দ্র মোদী এবং অমিতাভ বচ্চন। ২০১৮ সালের প্রথম দিকে উন্মোচন করা হবে সেই মূর্তির।
বরুণ নিজে এক টুইট করে আজ এই খবরটি ঘোষণা করেন।
তরুণ অভিনেতার কাছে এটা বিশাল সম্মানের। বরুণের কথায়, তিনি এই মোমের মূর্তি দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির হাত ধরে টিনসেল টাউনে পা রাখা বরুণের। এছাড়াও তাঁর কিটিতে রয়েছে হাম্পটি শর্মা কি দুলহানিয়া, এবিসিডি-২, ম্যাঁয়ে তেরা হিরো, বদ্রীনাথ কি দুলহানিয়া, বদলাপুর এবং জুড়ুয়া-টুর মতো একাধিক হিট ছবি। প্রসঙ্গত, মাদাম তুসোয়ে এই মোমের মূর্তি তৈরির জন্যে হংকং থেকে একদল শিল্পী মুম্বই এসেছেন। এখানেই তাঁরা বরুণের সঙ্গে বসবেন। প্রায় দুশোটির ওপর মাপ নেওয়া হয়েছে। ওই দলের সদস্যরা বরুণের চুল এবং চোখের মণির রঙের নমুনা সংগ্রহ করেছেন। মাদাম তুসোর জেনারেল ম্যানেজার জেনি ইউ জানিয়েছেন, বরুণের মূর্তি তৈরির জন্যে তাঁদের কাছে সবচেয়ে বেশি অনুরোধ এসেছে। হংকংয়ে বলিউডের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই বরুণের মূর্তি তৈরির উদ্যোগ নিয়েছে মাদাম তুসোর আধিকারিকরা।#madametussauds coming soon pic.twitter.com/pAR9SWGC8T
— Varun Dhawan (@Varun_dvn) October 16, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement