এক্সপ্লোর
বরুণ ধবনের সামনে হাঁটু মুড়ে বসে প্রোপোজ, চুম্বনেরও আবদার তরুণী অনুরাগীর!
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172746/index-9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/14
![রবিবার এভাবেই বিমানবন্দরে অনুরাগীদের সেলফির আবদার পূরণ করেছেন বরুণ। সব ছবি:মানব মঙ্গলানি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172805/index-14.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রবিবার এভাবেই বিমানবন্দরে অনুরাগীদের সেলফির আবদার পূরণ করেছেন বরুণ। সব ছবি:মানব মঙ্গলানি
2/14
![বিমানবন্দরে তাঁর কাছে পৌঁছে যান অনুরাগীরা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172801/index-13.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিমানবন্দরে তাঁর কাছে পৌঁছে যান অনুরাগীরা।
3/14
![বিমানবন্দরে এক খুদে অনুরাগীর সঙ্গে বরুণ।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172757/index-12.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিমানবন্দরে এক খুদে অনুরাগীর সঙ্গে বরুণ।
4/14
![অনুরাগীদের সঙ্গে যথেষ্ট সৌজন্যতা বজায় রেখে চলেন তিনি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172754/index-11.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনুরাগীদের সঙ্গে যথেষ্ট সৌজন্যতা বজায় রেখে চলেন তিনি।
5/14
![বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172750/index-10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ।
6/14
![আর বরুণ সেই আবদার ফেরালেন না। তিনি ওই তরুণীর মাথায় চুম্বন করলেন। এতে ওই অনুরাগী ব্যাপক খুশি হন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172746/index-9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর বরুণ সেই আবদার ফেরালেন না। তিনি ওই তরুণীর মাথায় চুম্বন করলেন। এতে ওই অনুরাগী ব্যাপক খুশি হন।
7/14
![এরপর তিনি বরুণকে তাঁর গাল দেখিয়ে চুম্বনের আবদার করলেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172742/index-8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর তিনি বরুণকে তাঁর গাল দেখিয়ে চুম্বনের আবদার করলেন।
8/14
![তিনি বরুণের গালে চুম্বনও করেন। কিন্তু তারপর তাঁর আরও আবদার ছিল।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172738/index-7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনি বরুণের গালে চুম্বনও করেন। কিন্তু তারপর তাঁর আরও আবদার ছিল।
9/14
![এভাবেই বরুণকে টেনে চুম্বনের চেষ্টা করলেন ওই তরুণী।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172734/index-6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এভাবেই বরুণকে টেনে চুম্বনের চেষ্টা করলেন ওই তরুণী।
10/14
![তবে ব্যাপারটি এখানেই শেষ হয়নি। ছবির জন্য বরুণ যখন ওই তরুণীর সঙ্গে পোজ দিচ্ছিলেন, সেই সময় ওই তরুণী বরুণের মাথা টেনে চুম্বনের চেষ্টা করেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172731/index-5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে ব্যাপারটি এখানেই শেষ হয়নি। ছবির জন্য বরুণ যখন ওই তরুণীর সঙ্গে পোজ দিচ্ছিলেন, সেই সময় ওই তরুণী বরুণের মাথা টেনে চুম্বনের চেষ্টা করেন।
11/14
![ওই তরুণীকে বরুণ উঠে দাঁড়ানোর আর্জি জানান। এরইমধ্যে আলোকচিত্রীদের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়ে যায় ওই ঘটনা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172727/index-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওই তরুণীকে বরুণ উঠে দাঁড়ানোর আর্জি জানান। এরইমধ্যে আলোকচিত্রীদের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়ে যায় ওই ঘটনা।
12/14
![এরইমধ্যে ছিলেন এক মহিলা অনুরাগীরা। আচমকাই হাঁটু মুড়ে বসে তাঁর প্রিয় তারকার হাতে ফুলের স্তবক তুলে দিয়ে প্রোপোজ করে বসলেন তিনি। এতে কিছুটা অবাক হয়ে যান বরুণ।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172723/index-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরইমধ্যে ছিলেন এক মহিলা অনুরাগীরা। আচমকাই হাঁটু মুড়ে বসে তাঁর প্রিয় তারকার হাতে ফুলের স্তবক তুলে দিয়ে প্রোপোজ করে বসলেন তিনি। এতে কিছুটা অবাক হয়ে যান বরুণ।
13/14
![ছোট থেকে বড়, সবাই 'কলঙ্ক' সিনেমার তারকার সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। কাউকে হতাশ করেননি বরুণ ধবন। সবার সঙ্গেই সেলফি তোলেন তিনি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172720/index-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছোট থেকে বড়, সবাই 'কলঙ্ক' সিনেমার তারকার সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। কাউকে হতাশ করেননি বরুণ ধবন। সবার সঙ্গেই সেলফি তোলেন তিনি।
14/14
![লন্ডনে ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমার শ্যুটিংয়ের পর উইকএন্ডে দেশে ফিরেছেন বরুণ ধবন। আর বিমানবন্দরে নেমেই অনুরাগীদের ভিড় ঘিরে ধরল তাঁকে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/18172715/index-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লন্ডনে ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমার শ্যুটিংয়ের পর উইকএন্ডে দেশে ফিরেছেন বরুণ ধবন। আর বিমানবন্দরে নেমেই অনুরাগীদের ভিড় ঘিরে ধরল তাঁকে।
Published at : 18 Mar 2019 05:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)