এক্সপ্লোর
'ভীরে ডি ওয়েডিং'-এ 'হট লুকে' করিনা ও সোনাম, বিকিনি ছবি-ভিডিও ভাইরাল

মুম্বই: আনন্দ আহুজার সঙ্গে বিয়ে নিয়েই এখন আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী সোনাম কপূর। সেইসঙ্গে তাঁর আগামী সিনেমা 'ভীরে ডি ওয়েডিং' নিয়েও জোর চর্চা চলছে। আজ সিনেমার টাইটেল ট্রাকের আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে সোনাম, করিনা কপূর খান, স্বরা ভাস্তর ও শিখাকে বিকিনিতে দেখা গিয়েছে। চার অভিনেত্রীর লাস্যময়ী লুক অনুরাগীদের মনে ঝড় তুলেছে।
বিভিন্ন দিক থেকে এই সিনেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের পর এই প্রথম মুক্তি পাবে সোনামের কোনও সিনেমা। অন্যদিকে, মা হওয়ার পর এই প্রথম রুপোলি পর্দায় দেখা যাবে করিনাকে।
সিনেমার তিনটি গান মুক্তি পেয়েছে। তিনটি গানই অনুরাগীদের দারুণ পছন্দ হয়েছে। প্রথম গানটির নাম ছিল তারিফেঁ। রিলিজ হওয়ার পরই তা লোকজনের ভালো লেগে যায়। সঙ্গীতকার করণ জানিয়েছেন র্যাপার বাদশাহোর গাওয়া এই গান তিনি বিমানে আইপ্যাডে রচনা করেছিলেন। দ্বিতীয় গান 'ভাংরা কা সাজদা'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















