এক্সপ্লোর
Advertisement
জীবনের চেয়ে বড় শিক্ষা আর কোথাও পাওয়া যায় কি? ৬৬তে পৌঁছে ফিরে দেখলেন জিনাত আমন
মুম্বই: রবিবার ছিল জিনাত আমনের ৬৬ বছরের জন্মদিন। আজ জীবনের পরন্তবেলায় পৌঁছে নস্টালজিয়ায় আক্রান্ত জিনাত। নিজের জীবন সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রীর মত, সবচেয়ে বড় শিক্ষা একজন মানুষ তাঁর জীবন থেকে পান। এরচেয়ে বড় শিক্ষনীয় ক্ষেত্র বোধহয় আর কিছু হয় না। নিজের জীবনেও বহু খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী এক সময়। তবে তাঁর প্রিয়জনেরা এই সময় তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে সঙ্গ দিয়েছেন। খারাপ মুহূর্ত থেকে বের করে এনেছেন।
এই ৬৬ বছরে বহু পরিবর্তন আসলেও, জীবনে একটি বিষয়কে তিনি একইরকমভাবে ধরে রেখেছেন। সেটা হল আপনজনেদের সঙ্গে তাঁর জন্মদিন পালন। তিনি এবারও তাঁর জন্মদিনের দিনটি দুই ছেলের সঙ্গেই কাটিয়েছেন। আগে মায়ের সঙ্গে কাটাতেন।
পেশাদার জীবনেও এখন বাছাই করেই কাজ করেন জিনাত। তবে একথাও ঠিক, তাঁর এখন যা বয়স, তাতে তিনি তেমন ভিন্নধর্মী ছবির প্রস্তাব মোটেই পাবেন না। হয়তো একঘেয়ে কিছু চরিত্রের প্রস্তাবই তাঁর কাছে আসবে। তবে সেনিয়ে কোনও অভিযোগ নেই জিনাতের। তিনি তাঁর কেরিয়ারের শুরুতে সেরা কিছু পরিচালক এবং দারুন অভিনেতা যেমন শাম্মি কপূর, ফিরোজ খান, নাসির হুসেন, শক্তি সামন্ত, মনোজ কুমার, মনমোহন দেশাই এবং রাজ খোসলার সঙ্গে কাজ করেছেন। তাঁদের থেকে অভিনয় জীবনের সবটা তিনি শিখেছেন। তাই বর্তমানে শুধু পয়সার জন্যে বাজে কিছু চরিত্রে অভিনয় তিনি মোটেই করবেন না, বলেও জানিয়েছেন জিনাত। জীবন থেকে একটি জিনিষ তিনি অবশ্যই শিখেছেন, তাড়াহুড়ো করে না, ধীরে-সুস্থে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement