Vicky-Katrina Wedding: বিয়ের পর কোন ছবিতে জুটি বেঁধে দেখা যাবে ভিকি-ক্যাটরিনাকে?
'উরি', 'সর্দার উধম' এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ভিকি কৌশল। অন্যদিকে ক্যাটরিনা কাইফের ঝুলিতেও রয়েছে একাধিক হিট ছবি। উভয়ই বলিউডের প্রতিষ্ঠিত দুই তারকা।
মুম্বই: বলিউডের হাই ভোল্টেজ বিয়ের খবরে সরগরম বি টাউন। রাত ফুরোলেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বিভিন্ন সূত্রে খবর, আগামী ৯ ডিসেম্বর একে অপরের হাত ধরে নতুন জীবন শুরু করবেন তাঁরা। তার আগে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে চলছে সঙ্গীত এবং মেহেন্দির অনুষ্ঠান। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন দুই অভিনেতার পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা। শোনা যাচ্ছে, বলিউডের বেশ কিছু তারকাও ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে (Vicky Katrina Wedding)। পরিচালক কবীর খান (Kabir Khan), অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia), রাধিকা মদন (Radhika Madan), শর্বরী ওয়াঘ এবং আরও বেশ কিছু তারকাকে ইতিমধ্যেই জয়পুর বিমানবন্দরে দেখা গিয়েছে। সলমন খানের দুই বোনও থাকতে চলেছেন ভিকি-ক্যাটের বিয়েতে। সবই খবর ঘনিষ্ঠ সূত্রের। বিয়ের প্রসঙ্গে নিজেদের মুখ বন্ধ রেখেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা।
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ উভয়ই বলিউডের প্রতিষ্ঠিত দুই তারকা। 'উরি', 'সর্দার উধম' এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ভিকি কৌশল। অন্যদিকে ক্যাটরিনা কাইফের ঝুলিতেও রয়েছে একাধিক হিট ছবি। জুটি বেঁধেছেন সলমন খান (Salman Khan), শাহরুখ খান (Shahrukh Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), রণবীর কপূর (Ranbir Kapoor) এবং বলিউডের আরও অনেক প্রথম সারির নায়কের সঙ্গে। কিন্তু ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে একসঙ্গে জুটি বেঁধে কোনও ছবিতে এখনও পর্যন্ত দেখা যায়নি। শোনা যাচ্ছে, বিয়ের পর জুটি বেঁধে ছবিতে দেখা যেতে চলেছে ভিকি-ক্যাটরিনাকে। সূত্রের খবর, যখন থেকে ডেটিং শুরু করেন তাঁরা, তখন থেকেই তাঁদের কাছে বিভিন্ন ছবির প্রস্তাব আসতে শুরু করে। কিন্তু কোনও ছবির জন্যই দুই তারকাকে একসঙ্গে রাজি করানো যায়নি। রাজস্থানে রাজকীয় বিয়ের অনুষ্ঠান এবং হনিমুনের পর একসঙ্গে নতুন ছবির কাজ শুরু করবেন ভিকি-ক্যাট। ইতিমধ্যেই নাকি জুটি বেঁধে ছবিতে সইও করে ফেলেছেন তাঁরা। যদিও এই খবর অফিশিয়ালি ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, বলিউডের কোনও বড় প্রোডাকশন হাউজের ব্যানারেই দুই তারকাকে একসঙ্গে জুটি বেঁধে দেখা যেতে চলেছে।
প্রসঙ্গত, 'সর্দার উধম'-র দুর্দান্ত সাফল্যের পর ভিকি কৌশলকে আগামী দেখা যেতে চলেছে 'গোবিন্দা মেরা নাম' এবং আরও বেশ কিছু ছবিতে। অন্যদিকে ক্যাটরিনা কাইফের হাতেও রয়েছে 'ফোন ভূত', 'জি লে জারা' এবং আরও কিছু ছবি।