Vicky Katrina Updates: 'আমি ভাগ্যবান...', স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভিকি কৌশল
একটি ছবিতেও এখনও পর্যন্ত তাঁদের (Vicky Katrina) একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। পর্দায় তাঁরা রসায়ন দর্শক কতটা পছন্দ করবে, তা সময়ই বলবে। কিন্তু বাস্তব জীবনে তাঁদের রসায়ন সারাক্ষণই অনুরাগীদের চর্চার বিষয়।
![Vicky Katrina Updates: 'আমি ভাগ্যবান...', স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভিকি কৌশল Vicky Kaushal Calls Wife Katrina Kaif 'An Extremely Wise, Intelligent, & Compassionate Person', know in details Vicky Katrina Updates: 'আমি ভাগ্যবান...', স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভিকি কৌশল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/03/c3947b529577b6392f701aa90a62075d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সম্পর্কের রসায়ন নিয়ে কম চর্চা হয় না। ব্যক্তিগত জীবন বেশ কিছুটা গোপনেই রাখতে পছন্দ করেন দুই তারকা। তাই বিয়ের আগে পর্যন্ত সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে একেবারেই স্পিকটি নট থাকতে দেখা গিয়েছে দুই তারকাকেই। যদিও বিয়ে মিটতেই নিজেদের সোস্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি শেয়ার করে নেন। আর তারপর থেকে নেট দুনিয়ায় চর্চার বিষয় ভিকি-ক্যাটরিনার বাস্তব জীবনের রসায়ন। একটি ছবিতেও এখনও পর্যন্ত তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। পর্দায় তাঁরা রসায়ন দর্শক কতটা পছন্দ করবে, তা সময়ই বলবে। কিন্তু বাস্তব জীবনে তাঁদের রসায়ন সারাক্ষণই অনুরাগীদের চর্চার বিষয়বস্তু। আর এবার স্ত্রী ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল ভিকি কৌশলকে।
ক্যাটরিনাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভিকি কৌশল-
সম্প্রতি একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারে ভিকি কৌশল তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেই ক্যাটরিনা আমাকে খুব দুর্দান্তভাবে প্রভাবিত করেছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে ওর মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। কারণ, ও অসাধারণ বুদ্ধিমতী, বড় মনের এবং দুর্দান্ত একজন মানুষ। প্রত্যেকটাদিন আমি ওর থেকে কিছু না কিছু শিখি।'
আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড কিংবা বলিউড, একনজরে বিনোদনের জগতের সেরা খবরগুলি
ক্যাটরিনা কাইফকে শেষবার পর্দায় দেখা গিয়েছে গতবছর মুক্তি পাওয়া 'সূর্যবংশী' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহকে। সামনেই একাধিক ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা', 'ফোন ভূত' ও আরও বেশ কিছু ছবি আসতে চলেছে। অন্যদিকে, ভিকি কৌশলকেও একাধিক ছবিতে শীঘ্রই দেখা যাবে।
গতবছর ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ব্যাপক গোপনীয়তা ও নিরাপত্তার মাঝেই বিয়ে সারেন তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)