Top Social Post: ভিকি-তৃপ্তির 'ব্যাড নিউজ়', সোহিনীর সঙ্গে উরফির তুলনা! আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় থাকল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
কলকাতা: নাহ... ভাল না। এটা 'খারাপ খবর'। সোশ্যাল মিডিয়ায়, সপ্তাহের শুরুর দিনে সেই 'খারাপ খবর' শেয়ার করে নিলেন পরিচালক কর্ণ জোহর (Karan Johar)। ঘোষণা করলেন নতুন ছবির, যার নাম, 'ব্যাড নিউজ়' (Bad News)। এই ছবিতে দেখা যাবে ভিকি কৌশল (Vicky Kaushal), অ্যামি ভির্ক (Ammy Virk) ও তৃপ্তি দিমরি (Tripti Dimri)। অন্যদিকে, পোশাক বলতে শুধুই জুঁই ফুল। বিনুনি ছুঁয়ে সেই ফুল আবৃত করে রয়েছে গোটা শরীরকেই। সোশ্যাল মিডিয়ায় টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar)-এর নতুন ফটোশ্যুট রীতিমতো ভাইরাল। ধেয়ে এল মিশ্র প্রতিক্রিয়া। এমন কী ছিল সেই ফটোশ্যুটে? প্রশংসার পাশাপাশি, সোহিনীকে তুলনা করা হল উরফি জাভেদ (Urfi Javed)-এর সঙ্গে! আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল, চর্চায় থাকল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি
'ব্যাড নিউজ়' দিলেন ভিকি-তৃপ্তি, ১৯ জুলাই জানা যাবে সবটা..
সোশ্যাল মিডিয়ায়, সপ্তাহের শুরুর দিনে সেই 'খারাপ খবর' শেয়ার করে নিলেন পরিচালক কর্ণ জোহর (Karan Johar)। ঘোষণা করলেন নতুন ছবির, যার নাম, 'ব্যাড নিউজ়' (Bad News)। এই ছবিতে দেখা যাবে ভিকি কৌশল (Vicky Kaushal), অ্যামি ভির্ক (Ammy Virk) ও তৃপ্তি দিমরি (Tripti Dimri)। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'গুড নিউজ়' (Good News) ছবিটি। সেই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar), করিনা কপূর খান (Kareena Kapoor Khan), কিয়ারা আডবাণী (Kiara Advani) ও দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)-কে। এই ছবিরই সিক্যুয়াল ঘোষণা করা হল ১৮ মার্চ, সোমবার। 'গুড নিউজ়' -এর সিক্যুয়াল হল 'ব্যাড নিউজ়'। পুরনো ছবির মতোই, নতুন ছবিতেও থাকছেন একজন সঙ্গীতশিল্পী। গত ছবিতে ছিলেন দিলজিৎ, এই ছবিতে থাকছেন, অমরিন্দরপাল ভির্ক ওরফে অ্যামি ভির্ক। আগের ছবিতে দেখানো হয়েছিল দুই দম্পতির গল্প যাঁরা আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণ করতে চান। কিন্তু একটি হাসপাতালে গিয়ে অদ্ভূত এক সমস্যার সম্মুুখীন হন তাঁরা। পদবি এক হওয়ার ফলে বাঁধে গোলমাল। হাসির মোড়কে একটি সামাজিক বার্তা দিতে চেয়েছিলেন পরিচালক রাজ মেটা। তবে নতুন এই ছবির ঘোষণা হয়েছে কেবলমাত্র। প্রকাশ্যে আসেনি ছবির বিষয়বস্তু। পুরনো অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে না এই ছবিতে। নতুন ছবিকে নিয়েই এগিয়ে যাবে গল্প। শুধু ছবির ঘোষণা নয়, প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখও। চলতি বছরেরই ১৯ জুলাই মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। পোস্টার দেখে আন্দাজ করা যায়, এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে ভিকি ও তৃপ্তিকে। থাকবে সন্তানধারণের প্রসঙ্গও। তবে বাকি গল্পের আভাস পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে অন্তত ট্রেলার পর্যন্ত। এই পোস্টকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্যান্য তারকারাও।
View this post on Instagram
সোহিনীর নতুন ফটোশ্যুট দেখে উরফির সঙ্গে তুলনা নেটিজেনদের!
পোশাক বলতে শুধুই জুঁই ফুল। বিনুনি ছুঁয়ে সেই ফুল আবৃত করে রয়েছে গোটা শরীরকেই। সোশ্যাল মিডিয়ায় টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar)-এর নতুন ফটোশ্যুট রীতিমতো ভাইরাল। ধেয়ে এল মিশ্র প্রতিক্রিয়া। এমন কী ছিল সেই ফটোশ্যুটে? প্রশংসার পাশাপাশি, সোহিনীকে তুলনা করা হল উরফি জাভেদ (Urfi Javed)-এর সঙ্গে! সোশ্যাল মিডিয়ায় আজ একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়েছেন সোহিনী। টেনে বাঁধা বিনুনী, দু চোখে গাঢ় কাজল। সোহিনীর উর্ধাঙ্গে কোনও পোশাক দেখা যাচ্ছে না, বরং গোটা শরীর ঢাকা রয়েছে সুন্দর জুঁই ফুলে। একটি লাল ঘাগরা পরেছেন সোহিনী। লাল ও সাদার মিশেলে তাঁর এই পোশাক যেমন অভিনব, তেমনই আকর্ষণীয়। সোহিনীর এই ফটোশ্যুটের কমেন্টবক্সে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা প্রশংসাই করেছেন তাঁর। অনেক নেটিজেনরাও তাঁর প্রশংসায় মজেছেন। তবে কেবল প্রশংসা নয়, ধেয়ে এসেছে বিরূপ মন্তব্যও। এই ছবিতে সোহিনীকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন এক নেটিজেন? মুম্বইয়ের ইন্টারনেট ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ পরিচিত তাঁর অদ্ভূত সব পোশাকের স্বাদের জন্যই। ছোটদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার, লোহার জিনিস... উরফি কী কী দিয়ে যে পোশাক বানাননি, তা বলা মুশকিল। প্রায় প্রত্যেকদিনই উরফির বাড়ির সামনে ভিড় জমান পাপারাৎজিরা। কেবলমাত্রা উরফি কী পোশাক পরবেন আজ, সেটা দেখার জন্য। আর জুঁই ফুলের মালা দিয়ে শরীর ঢাকবার জন্য, সোহিনীকে উরফির সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা।
View this post on Instagram