![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Victor Banerjee: নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় প্রথমবার ভিক্টর বন্দ্যোপাধ্যায়, থাকছেন অনুসূয়াও
Victor Banerjee News: মার্চ মাসের ১৫ তারিখ থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। কলকাতা, বোলপুর ও আশেপাশের অঞ্চলে হবে ছবির শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা।
![Victor Banerjee: নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় প্রথমবার ভিক্টর বন্দ্যোপাধ্যায়, থাকছেন অনুসূয়াও Victor Banerjee: Victor Banerjee and Anushua Majumdar doing new film with Shiboproshad Mukherjee and Nandita Roy, know in details Victor Banerjee: নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় প্রথমবার ভিক্টর বন্দ্যোপাধ্যায়, থাকছেন অনুসূয়াও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/a03784efb5af0080146468f44a22b2a4167784407738549_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ছবির মুখ্যচরিত্র ঘোষণার পরেই ফের নতুন চমক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর। নতুন ছবিতে দীর্ঘদিন পরে দেখা যাবে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Vicktor Banerjee)-কে। তার বিপরীতে দেখা যাবে অনুসূয়া মজুমদার (Anushua Majumdar)-কে।
আজ উইন্ডোজ (Windows) -এর অফিসে স্ক্রিপ্ট রিডিং-এ এসেছিলেন দুই অভিনেতা অভিনেত্রী। সেখানেই পাকা কথা। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এর আগে একাধিকবার নতুন নতুন চমক পরিকল্পনা করেছে উইন্ডোজ। ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নিয়েও এমনই কোনও নতুন চমক পরিকল্পনা করে রেখেছেন পরিচালকদ্বয় এমনই আশা করা যায়।
মার্চ মাসের ১৫ তারিখ থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। কলকাতা, বোলপুর ও আশেপাশের অঞ্চলে হবে ছবির শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা। সূত্রের খবর, থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। অন্যদিকে বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির।
আরও পড়ুন: Deepika Padukone: নয়া পালক! অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে উপস্থিত থাকবেন দীপিকা
অন্যদিকে এই ছবির হাত ধরেই ভিক্টরের সঙ্গে প্রথম কাজ করবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সোশ্যাল মিডিয়ায় ভিক্টর ও অনুসূয়ার সঙ্গে ছবি শেয়ার করে শিবপ্রসাদ খবর দিয়েছেন 'নতুন কাজ'-এর। ছবির মুখ্য চরিত্রে মিমি ও আবির থাকলেও, সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই দুই বয়োজ্যেষ্ঠ তারকাকে।
নতুন ছবি সম্পর্কে আবির বলেছেন, 'এই বছর আমার দুটো ছবি উইন্ডোজের সঙ্গে। 'ফাটাফাটি' মুক্তি পাবে মে মাসে। আর তারপর মিমির সঙ্গে নতুন এই ছবি। মিমির সঙ্গে আগে সিনেমা করলেও এই প্রথম ওর বিপরীতে কাজ করব। অপেক্ষা করে আছি শুটিং শুরু করার।’ পরিচালকেরাও অধীর অপেক্ষায় রয়েছেন এই ছবির জন্য।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)