এক্সপ্লোর
'অ্যাটিটিউড দেখিয়েছিল যীশু', চাঞ্চল্যকর অভিযোগ বিদ্যা বালানের
কথা প্রসঙ্গে বিদ্যা জানান সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'রাজকাহিনি'তে যীশুর অভিনয় দারুণ লেগেছিল তাঁর। ছবিটির হিন্দি রি-মেক 'বেগম জান'-এ ছিলেন বিদ্যাও।
!['অ্যাটিটিউড দেখিয়েছিল যীশু', চাঞ্চল্যকর অভিযোগ বিদ্যা বালানের Vidya Balan says Jisshu Sengupta showed attitude to her when they first met 'অ্যাটিটিউড দেখিয়েছিল যীশু', চাঞ্চল্যকর অভিযোগ বিদ্যা বালানের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/05/20190004/vidya.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা:উষ্ণ অভ্যর্থনা দূরে থাক, ভালভাবে হাসেনওনি তাঁর দিকে তাকিয়ে। এক বাঙালি অভিনেতাকে নিয়ে এমনটাই বললেন বিদ্যা বালন। কার সম্পর্কে বলছেন, এই কথা? বিদ্যার অভিযোগের তির অভিনেতা যীশু সেনগুপ্তর দিকে।
সম্প্রতি এক ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে বিদ্যা জানিয়েছেন, তাঁর 'শকুন্তলা দেবী' ছবির সহ অভিনেতা যীশু প্রথম আলাপে রীতিমতো তাঁকে এড়িয়েই গেছিলেন। বিদ্যার কথায় বেশ 'অ্যাটিটিউডই দেখিয়েছিলেন যীশু'!
বিদ্যার সঙ্গে যীশুর আলাপ করিয়ে দেন চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষ।
বিদ্যার কথা শুনে একপ্রকার হা হা করে হেসে ওঠেন যীশু। সমস্ত অভিযোগ উড়িয়ে দেন এক নিমেষে। উলটে তিনি বলেন, প্রথম দর্শনে যদি বিদ্যার সঙ্গে তিনি কথা না বলে থাকেন, তার কারণ বিদ্যাকে দেখে তাঁর ভয়! বিদ্যা বালান বলে কথা।
কথা প্রসঙ্গে বিদ্যা জানান সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'রাজকাহিনি'তে যীশুর অভিনয় দারুণ লেগেছিল তাঁর। ছবিটির হিন্দি রি-মেক 'বেগম জান'-এ ছিলেন বিদ্যাও।
''রাজকাহিনি'তে তোমায় দেখে ভাবতে পারিনি, এই সেই যীশু যাকে 'পিকু'তে দেখেছিলাম।'
'শকুন্তলা দেবী' যীশু ও বিদ্যা অভিনয় করছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। 'হিউম্যান কম্পিউটার' বলে খ্যাত শকুন্তলা দেবীর ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)