Khuda Haafiz 2 Release Date: মুক্তির অপেক্ষায় বিদ্যুৎ জামওয়ালের 'খুদা হাফিজ ২', ঘোষণা হল তারিখ
Khuda Haafiz 2: ফারুখ কবীর পরিচালিত 'খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা' ছবিটি রোম্যান্টিক থ্রিলার 'খুদা হাফিজ'-এর দ্বিতীয় ভাগ। ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে এটি মুক্তি পায়।
মুম্বই: মুক্তির তারিখ ঘোষণা করা হল 'খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা' (Khuda Haafiz Chapter 2 Agni Pariksha) ছবির। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদ্যুৎ জামওয়ালকে (Vidyut Jammwal)। কবে মুক্তি পাচ্ছে ছবিটি?
মুক্তির অপেক্ষায় বিদ্যুৎ জামওয়ালের আগামী ছবি
বিদ্যুৎ জামওয়ালের আগামী ছবি 'খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা' ১৭ জুন মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। বৃহস্পতিবার ছবির মুক্তির তারিখ ঘোষণা করে পোস্ট করেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায়, বৃহস্পতিবার, বিদ্যুৎ ছবি মুক্তির তারিখ ঘোষণা করেন। ক্যাপশনে লেখেন, 'সমীর ও নার্গিসের অগ্নিপরীক্ষার সাক্ষী থাকুন। প্রেক্ষাগৃহে আসছে ১৭ জুন, ২০২২।'
View this post on Instagram
ছবির পোস্টারও শেয়ার করেন তিনি। সেখানে তাঁকে জেল বন্দির আসামীর পোশাকে দেখা যাচ্ছে। সঙ্গে উশকোখুশকো চুল, মুখ ভর্তি দাড়ি।
'খুদা হাফিজ চ্যাপ্টার ২' সম্পর্কে বিস্তারিত
ফারুখ কবীর (Faruk Kabir) দ্বারা পরিচালিত 'খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা' ছবিটি রোম্যান্টিক থ্রিলার 'খুদা হাফিজ'-এর দ্বিতীয় ভাগ। ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে এটি মুক্তি পায়।
প্রথম ভাগে দেখা গিয়েছিল সমীর তাঁর স্ত্রী নার্গিসকে বাঁচানোর চেষ্টা করছে যে মধ্য প্রাচ্যে গিয়ে এক গুরুতর সমস্যায় জড়িয়ে পড়ে। সমীর চৌধুরীর চরিত্রে বিদ্যুৎ জামওয়াল ও নার্গিসের চরিত্রে শিবালিকা ওবেরয়কে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: Amitabh Bachchan Update: টাইগার শ্রফের স্টান্ট দেখে অনুপ্রাণিত অমিতাভ বচ্চন, পোস্ট করলেন ছবি