Amitabh Bachchan Update: টাইগার শ্রফের স্টান্ট দেখে অনুপ্রাণিত অমিতাভ বচ্চন, পোস্ট করলেন ছবি
Amitabh Bachchan Update: খোদ বিগ বি-র থেকে প্রশংসা পাওয়া কি আর ছোট ব্যাপার! স্বাভাবিক ভাবেই এমন পোস্ট দেখে উচ্ছ্বসিত টাইগার শ্রফ। ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
নয়াদিল্লি: বলিউড তথা গোটা ভারতের অন্যতম সফল অ্যাকশন স্টার, টাইগার শ্রফ (Tiger Shroff)। যে কোনও ধরনের অ্য়াকশন সিন হোক বা স্টান্ট। সবেতেই সাবলীল তিনি। আর তাঁর এই স্টান্স নিঃসন্দেহে ছাপ ফেলেছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মনেও।
টাইগার শ্রফ দ্বারা অনুপ্রাণিত বিগ বি
সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি পোস্ট ঝড় তুলেছে। সেখানে দেখা গেল তিনি অ্যাকশন তারকা টইগার শ্রফের নকল করছেন। সাদা জ্যাকেট ও কালো ট্র্যাক প্যান্ট পরে, মাথায় ব্যান্ডানা বেঁধে তিনি স্টান্টে ব্যস্ত। অনুরাগীদের দেখালেন তাঁর স্টান্ট স্কিল।
স্বভাবসিদ্ধ মজার ছলে ক্যাপশনে লিখলেন, 'টাইগার শ্রফকে তাঁর 'ফ্লেক্সিবল কিক' দেওয়ার ক্ষমতার জন্য এত 'লাইক' পেতে দেখে, আমিও ভাবলাম একটু চেষ্টা করব, এমনকী যদি ওঁর সামান্য শতাংশ 'লাইক'ও পাওয়া যায়।'
View this post on Instagram
আপ্লুত টাইগার
খোদ বিগ বি-র থেকে প্রশংসা পাওয়া কি আর ছোট ব্যাপার! স্বাভাবিক ভাবেই এমন পোস্ট দেখে উচ্ছ্বসিত টাইগার শ্রফ। ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। উত্তরে তিনি লেখেন, 'আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ তারকা এবং সর্বশ্রেষ্ঠ অ্যাকশন হিরো যখন আমার জন্য কিছু উদার কথা বলেন তখন সেটা তো বড়াই করে বলতেই হয়। তবে সত্যি বলছি স্যার যদি কয়েক বছর পরেও আমি আপনার মতো স্টান্ট করতে পারি, তাহলে সেটা আশীর্বাদ স্বরূপ হবে।'
অন্যদিকে বিগ বি-র পোস্টেও কমেন্টের বন্যা। অভিনেতার নাতনি নভ্যা নভেলি নন্দা মজার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। অমিতাভ বচ্চনের জনপ্রিয় ছবি 'আঁখরি রাস্তা'র স্টান্টের প্রশংসা করে কমেন্ট করেছেন অভিনেতা রোহিত বসু রায়ও।
কাজের ক্ষেত্রে, সূরজ বরজাতিয়ার 'উঁচাই', 'গুড বাই', 'রানওয়ে ৩৪', 'ব্রহ্মাস্ত্র' ইত্যাদি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।
আরও পড়ুন: KGF Chapter 2 Hindi: 'বাহুবলী টু'কে পিছনে ফেলে ফের নতুন রেকর্ড গড়ল 'কেজিএফ চ্যাপ্টার টু'