এক্সপ্লোর
জানেন আদর করে অনুষ্কাকে কি নামে ডাকেন বিরাট কোহলি?

ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
নয়াদিল্লি: দিওয়ালিতে সুপারস্টার আমির খান এবং ক্রিকেটার বিরাট কোহলির একসঙ্গে চ্যাট শো দেখতে পাবেন সমস্ত ছোটপর্দার দর্শকরাই। একথা এখন সকলেই জানেন সেখানে অনুষ্কা শর্মা সম্পর্কে বহু ব্যক্তিগত কথাই বলেছেন কোহলি। তবে সম্প্রতি জানা গেল, ওই শোতেই বিরাট জানিয়েছেন অনুষ্কাকে তিনি কী নামে ডাকেন? শোয়ের টিজার মুক্তি পেয়েছে। সেখানেই দেখা গিয়েছে বিরাটকে ভাঙরা নাচতে। আবার শোনা গিয়েছে অনুষ্কাকে কোহলি ডাকছেন নুশকি বলে। কথায় কথায় বিরাট জানিয়েছেন 'নুশকি' ভীষণই উদার এবং সত্। শোয়ের শ্যুট চলাকালে একাধিকবার আমির অনুষ্কার নাম উল্লেখ করে বিরাটকে খেপানোর চেষ্টা করেন। একথা সকলেরই জানা দীর্ঘদিন ধরে ডেট করেছেন বিরুষ্কা। তাঁদের বহু সময় দেশে ও বিদেশে একসঙ্গে দেখাও গিয়েছে। এমনকি বিরাট যে তাঁর লেডি লভের মুখে হাসি ফোটানোর জন্যে যেকোনও সময় যা ইচ্ছে করতে পারেন সেকথা বলাই বাহুল্য।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















