এক্সপ্লোর
Advertisement
পদ্মাবৎ: চড়া সুরে আক্রমণ বিবেক অগ্নিহোত্রীর, ‘অসুস্থ মানসিকতার’, পাল্টা স্বরা ভাস্কর
মুম্বই: ‘পদ্মাবৎ’ নিয়ে অভিনেত্রী স্বরা ভাস্করের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে তরজায় জড়ালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি স্বরাকে নকল নারীবাদী বলে উল্লেখ করে ছত্তিসগঢ়ের বস্তারে গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলে ‘আসল যৌনাঙ্গ’ কী সেটা জানার পরামর্শ দিয়েছেন। পাল্টা বিবেককে ‘অসুস্থ মানসিকতার’ বলে দাবি করেছন স্বরা।
ছবি নিয়ে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সমালোচনা করে স্বরা বলেছিলেন, ‘ছবিটির শেষ দৃশ্য দেখে মনে হয়েছে, এটিকে মহিলাদের যৌনাঙ্গের মধ্যেই সীমাবদ্ধ করা হয়েছে।’ তাঁর এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়। বিবেক বলেছেন, ‘বস্তারে অনেক প্রাক্তন নকশাল মহিলার সাক্ষাৎকার নিয়েছি আমরা। প্রত্যেকেই নৃশংস নির্যাতন, ধর্ষণ ও মহিলাদের প্রতি বিদ্বেষের কথা জানিয়েছেন। সেই ঘটনাগুলির কথা শুনলে যে কেউ শিউড়ে উঠবেন। এই মহিলাদের বিয়ে হলে সন্তানের জন্ম দেওয়ারও অধিকার নেই। আমার মনে হয়, নকল নারীবাদী স্বরা ভাস্করের উচিত বস্তারে গিয়ে আসল যৌনাঙ্গ কেমন সেটা বোঝা।’
We have interviewed many ‘ex-naxal’ women in Bastar. Each has gut-wrenching stories to tell, full of abuse, rape and misogyny If they marry, they aren’t allowed to have children. I think fake feminist @ReallySwara must make a trip to understand how the Real Vagina feels like.
— Vivek Agnihotri (@vivekagnihotri) January 30, 2018
স্বরাকে আক্রমণ করে বিবেক আরও বলেছেন, ‘মহিলাদের বুঝতে হবে, স্বরার মতো নকল নারীবাদীদের জন্যই আন্দোলন ভেস্তে যেতে পারে। আপনি লোকজনকে জোর করে সরিয়ে দিয়ে আধুনিক সময়ের সবচেয়ে কঠিন যুদ্ধ লিঙ্গসমতার ক্ষেত্রে জয় পেতে পারেন না।’
What women need to understand that it’s because of the fake feminists like @ReallySwara that the feminist movement gets jeopardised. You just can’t piss off people and win the most critical war of modern times - the gender empathy.
— Vivek Agnihotri (@vivekagnihotri) January 30, 2018
বিবেকের এই আক্রমণের পাল্টা হিসেবে স্বরা বলেছেন, ‘আপনি কি বলতে চাইছেন, আমার ধর্ষিতা হওয়া উচিত? এটা কি আপনি সত্যিই বলছেন? আপনিই এই ট্যুইট করেছেন বিবেক? আপনার আচরণ ও শিষ্টাচারের মানের বিচারেও এটা অত্যন্ত নিচু।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement