এক্সপ্লোর
Advertisement
রিয়াকে ঢাল করে বাঁচানো হচ্ছে চাঁইদের, সুশান্ত মৃত্যু ঘিরে বিতর্ক উস্কে অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর
রিয়া চক্রবর্তী নেহাতই এক মুখ মাত্র, যাকে সামনে রেখে মুম্বই পুলিশ আসলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত শক্তিশালী ও প্রভাবশালী লোকেদের বাঁচিয়ে দিতে চাইছে। এমনটাই মনে করছেন চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
নয়াদিল্লি: রিয়া চক্রবর্তী নেহাতই এক মুখ মাত্র, যাকে সামনে রেখে মুম্বই পুলিশ আসলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত শক্তিশালী ও প্রভাবশালী লোকেদের বাঁচিয়ে দিতে চাইছে। এমনটাই অভিযোগ চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। এই বিষয়ে একটি টুইট করেছেন বিবেক। সুশান্তকে একবার এক সুপারস্টার কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। নাম না করে বিবেক বলেন, একবার এক ফার্মহাউসে এক তারকা উত্তপ্ত কথোপকথনের পর সুশান্তকে হুমকি দিয়ে বলেন তিনি সুশান্তের কেরিয়ার খতম করে দেবেন, যেমন এর আগে বেশ কয়েক জনের ক্ষেত্রে করেওছেন।
গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্তের মৃত্যুর ঘটনার পর থেকে বার বার নানা মহল থেকে বলা হয়েছে যে সুশান্ত আত্মহত্যা করেননি, কেউ বা কারা তাঁকে হত্যা করেছে, আর যদি আত্মহত্যা করেও থাকেন, তার পিছনেও প্রত্যক্ষ প্ররোচনা যুগিয়েছেন বেশ কয়েক জন স্টার। এমনকী টিনসেল টাউনের চিরন্তন নেপোটিজম এবং স্টারকিডদের জবরদস্তি নিয়েও বিস্তর সমালোচনা হয়। সেই আগুনেই নতুন করে ঘি ঢেলে দিলেন বিবেক।
বিবেক জানিয়েছেন, গত দশ বছরে বলিউডে ড্রাগের আনাগোনা বেড়ে গিয়েছে। নানা রকমের অনৈতিক, বেআইনি, ক্রিমিনাল কাজকর্ম বেড়েছে। অনেক কিছুই ঘটে আড়ালে কিন্তু ভয়ে কেউই মুখ খুলতে চায় না সহজে।মানি মাফিয়াদের দাপাদাপি বেড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে সুশান্তের ঘটনায় ড্রাগ-অ্যাঙ্গেল ঢুকিয়ে তদন্তের ফোকাস ইচ্ছে করেই নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিবেকের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
অটো
Advertisement