এক্সপ্লোর
আলিয়ার জন্মদিন পালন: কাটলেন পাপারাৎজিদের আনা কেক, ভক্তদের সঙ্গে তুললেন নিজস্বী
![আলিয়ার জন্মদিন পালন: কাটলেন পাপারাৎজিদের আনা কেক, ভক্তদের সঙ্গে তুললেন নিজস্বী WATCH: 'Aaj main cake kha sakti hu'- Alia Bhatt celebrates her birthday with paps; asks them to sing a song আলিয়ার জন্মদিন পালন: কাটলেন পাপারাৎজিদের আনা কেক, ভক্তদের সঙ্গে তুললেন নিজস্বী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/16073602/alia_birthday.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: জন্মদিনটা চুটিয়ে আনন্দ করে কাটালেন আলিয়া ভট্ট। ১৫ মার্চ আলিয়ার জন্মদিনে মধ্যরাতেই তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন বিশেষ বন্ধু রণবীর কপূর। বার্থডে সেলিব্রেশনে হাজির ছিলেন কর্ণ জোহর, মা সোনি রাজদান, বাবা মহেশ ভট্টও। সেটা তো ছিল সবে উদযাপনের সূচনা! তারপর মহেশ-কন্যা জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। যেখানে অপেক্ষা করছিলেন পাপারাৎজিরা। তারাও বার্থডে গার্ল-এর জন্য এনেছিলেন কেক! সেই কেকটিও কাটেন তিনি।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এর নায়িকা বাইরে অপেক্ষারত ভক্ত ও পাপারাৎজিদের অনুরোধে সাড়া দেন। বলেন, কে আমার জন্য বার্থ ডে সং গাইবে? সারাবছর নিয়মানুবর্তিতার মধ্যে থাকা নায়িকা মজা করে বলেন, আজ আমি কেক খেতেই পারি! কেক কেটে ছবিশিকারিদের খাইয়েও দেন আলিয়া। দেখুন সেই ছবি।
দেখুন, আলিয়া তার ভক্তদের সঙ্গে নিজস্বীও তুলেছেন!
জন্মদিনে সারাদিন দারুণ মুডে ছিলেন আলিয়া। সামনেই মুক্তি পেতে চলেছে মহেশ-কন্যা অভিনীত অভিষেক বর্মণের ‘কলঙ্ক’। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ১৭ এপ্রিল। এছাড়া অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ও আছে আলিয়ার ঝুলিতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)