এক্সপ্লোর
Advertisement
দেখুন: শ্যুটিংয়ের পর ক্রিকেটে মাতলেন ক্যাটরিনা, তাঁর হয়ে কোহলির কাছে তদ্বিরের আর্জি অনুষ্কাকে
নয়াদিল্লি : শরীর ও মন তরতাজা রাখতে সারা দিন কাজের পর একটু খেলাধুলো প্রয়োজন। আর সেই কাজটাই করছেন 'ভারত' সিনেমার কলাকুশলীরা। তাঁরা সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ততার পাশাপাশি, খেলাধুলোও করছেন। আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমার প্রধান অভিনেতা সলমন খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছিলেন। ভিডিওতে তাঁকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল। এবার সিনেমার প্রধান অভিনেত্রী ক্যাটরিনা কাইফও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তাঁকে তাঁর ব্যাটিং দক্ষতা ঝালাই করে নিতে দেখা যাচ্ছে।
মনে হচ্ছে, আগামী ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনা আগেভাগেই উপভোগ করতে শুরু করেছেন জিরো সিনেমার অভিনেত্রী। তাঁর পোস্টে সে কথারই উল্লেখ করেছেন তিনি। ক্যাটরিনা বন্ধু অনুষ্কা শর্মাকে তাঁকে নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে তদ্বির করার আর্জি জানিয়েছেন। তাঁর মজাদার ক্যাপশন, 'প্যাক আপের পর ভারত-এর সেটে..বিশ্বকাপ তো এগিয়ে আসছে। অনুষ্কা, আশা করছি, তুমি টিমের অধিনায়কের কাছে আমার হয়ে তদ্বির করবে। আমার সুইংয়ে কিছু উন্নতি দরকার। কিন্তু সব মিলিয়ে খারাপ অলরাউন্ডার নই। আমার সময় আসবে'। ভিডিওতে ক্যাটরিনাকে বেশ কিছু বড় শট খেলতে দেখা গিয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে রণবীর সিংহ অভিনীত গালি বয় সিনেমার আপনা টাইম আয়েগা গানের সুর। পোস্টের তিন ঘন্টার মধ্যেই ভিডিওটির ১৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আলিয়া ভট্ট, শ্বেতা বচ্চন নন্দা ও জোয়া আখতারের মতো সেলিব্রিটিরা এই ভিডিওটিতে তাঁদের মন্তব্য করেছেন। আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের মালকিন প্রীতি জিন্টার মন্তব্য, আরে দারুন, আমাদের তো তোমাকে নিতে হয় দেখছি। জবাবে ক্যাটরিনা বলেছেন, এটা করো, আমাকে খেলতে দাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement