এক্সপ্লোর
Advertisement
মানালির ঠাণ্ডায় গরম জিলিপিতে কামড় শিল্পার, ভাইরাল হল ভিডিও
দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন শিল্পা শেট্টি। আপাতত মানালিতে হাঙ্গামা-২-এর শ্যুটে ব্যস্ত তিনি। সেখান থেকে হামেশাই ছবি বা ভিডিও শেয়ার করছেন তিনি। সম্প্রতি একটি নতুন ভিডিও শেয়ার করেছেন তিনি। মানালীর ঠাণ্ডায় গরম জিলিপিতে কামড় বসাচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।
মুম্বই: দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন শিল্পা শেট্টি। আপাতত মানালিতে হাঙ্গামা-২-এর শ্যুটে ব্যস্ত তিনি। সেখান থেকে হামেশাই ছবি বা ভিডিও শেয়ার করছেন তিনি। সম্প্রতি একটি নতুন ভিডিও শেয়ার করেছেন তিনি। মানালীর ঠাণ্ডায় গরম জিলিপিতে কামড় বসাচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।
কিছুদিন আগেই শুটিংয়ের জন্য মানালি পাড়ি দিয়েছে ‘হাঙ্গামা ২’ এর গোটা টিম। টিমে রয়েছেন শিল্পাও। মানালিতে এই ‘নিউ নর্মাল’ এর সময়ে কিভাবে শুটিং হচ্ছে তারই বিভিন্ন ঝলক পোস্ট করছেন অভিনেত্রী। এর আগে স্যানিটাইজেসনের একটি মজার ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর এবার শাল জড়িয়ে তারিয়ে তারিয়ে অভিনেত্রী উপভোগ করছেন গরম জিলিপি। ইনস্টায় এই ভিডিও পোস্ট করে তিনি লিখলেন, 'মজা আ গ্যায়া'। ছবিতে দেখা যাচ্ছে গরম তেলে ভাজা হচ্ছে জিলিপি।
হাঙ্গামার সিকুয়েল হল 'হাঙ্গামা ২'। প্রথম ছবিতে দেখা গিয়েছিল পরেশ রাওয়াল, সোমা আনন্দ, অক্ষয় খান্না, আফতাব শিবদাসানি ও রিমি সেনকে। হাঙ্গামা ২ তে-ও রয়েছেন পরেশ রাওয়াল। এছাড়াও দেখা যাবে শিল্পা শেট্টি কুন্দ্রা, মিজান জাফরি ও প্রণিতা সুভাষকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শন। আপাতত বলিউডে ফের 'ক্যামব্যাক' নিয়ে উচ্ছসিত শিল্পা শেট্টি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement