এক্সপ্লোর
দেখুন! শিল্পার ছেলে ভিভান নাচছে রণবীরের ‘রামজি কি চাল দেখো’

মুম্বই: শিল্পা ও রাজ কুন্দ্রার ছেলে পুঁচকে ভিভান নাকি রণবীর সিংহের বিরাট ফ্যান। দিনকয়েক আগে এক পার্টিতে রণবীরেরই ডান্স নাম্বার নেচে দেখিয়েছে সে। তাই দেখে রণবীর নাকি হিংসেয় নীল হয়ে গিয়েছেন! সত্যি!! [gallery ids="240381"] ভিভানের ‘রামজি কি চাল দেখো’ নাচের ভিডিও করেন তার বাবা রাজ কুন্দ্রা। তারপর তা টুইটারে পোস্ট করেছেন। দেখুন সেই ভিডিও
Watch out @RanveerOfficial you have competition in the making! @ViaanRajKundra ki chaal Dekho!! #SuperDancer pic.twitter.com/zhcAuECRST
— Raj Kundra (@TheRajKundra) August 6, 2016
রাজের টুইটের জবাব দিতে দেরি করেননি 'বাজিরাও'। তাতে ভিভানকে হিরো বলে মেনে নিয়েছেন তিনি! Aye Herooooo!!! *seeti* ???????? #adorbs https://t.co/sYZ6AJTYyJ
— Ranveer Singh (@RanveerOfficial) August 7, 2016
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















