Prithviraj Film Tax-free: 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিকে করমুক্ত করার ঘোষণা উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর
Samrat Prithviraj: যোগী আদিত্যনাথের পর এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবিকে করমুক্ত ঘোষণা করলেন।
মুম্বই: আগামীকাল মুক্তি পাবে অক্ষয় কুমারের (Akshay Kumar) বহু প্রতীক্ষিত ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' (Samrat Prithviraj)। তার আগে আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই ছবিকে তাঁর রাজ্যে করমুক্ত করার ঘোষণা করা হল। যোগী আদিত্যনাথের পর এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবিকে করমুক্ত ঘোষণা করলেন।
উত্তরাখণ্ডে করমুক্ত 'সম্রাট পৃথ্বীরাজ'-
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর সদ্যই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে, 'আমরা ঘোষণা করছি যে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিটি উত্তরপ্রদেশে করমুক্ত করা হবে। যাতে সাধারণ মানুষ এই ছবিটি দেখতে পারেন।' আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি ঘোষণা করেন যে, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, উত্তরাখণ্ডে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিটি করমুক্ত করা হবে।' এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর স্ত্রী এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
নির্ভীক এবং পরাক্রমশালী সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিটি তৈরি হয়েছে। এটি মূলত ফোকাস করবে কীভাবে কিংবদন্তি যোদ্ধা নির্দয় আক্রমণকারী মহম্মদ ঘোরীর বিরুদ্ধে বীরের মতো লড়াই করেছিলেন। নিজের দেশ, নিজের মাটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ট্রেলার সেই গল্পের ছোঁয়া স্পষ্ট। যদিও ছবির নাম প্রথমে 'পৃথ্বীরাজ' রাখা হয়। পরে করণি সেনাদের দৌরাত্ম্যের পর এই ছবির নাম বদলে যায় বলেই বিভিন্ন সূত্রে জানা যায়। সদ্যই নতুন ছবি মুক্তির আগে বারাণসীতে গঙ্গা দর্শন করেন অক্ষয় কুমার। সেখানে পুজো দেন এবং গঙ্গায় স্নানও করেন।
আরও পড়ুন - Rahul Banerjee: কাকে চুম্বন করে রাহুল বললেন 'এই অ্যাত্তোটা ভালোবাসি'?
'সম্রাট পৃথ্বীরাজ' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার এবং মানুষী চিল্লারকে। এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার (Manushi Chillar)। প্রথম বলিউড ছবিকে ঘিরে তাঁর উত্তেজনা সম্পর্কে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।