Urvashi Rautela : জিমে ঊর্বশী রাউতেলাকে একা রেখে চলে গেলেন ট্রেনার ! তারপর ?
ঊর্বশী রাউতেলার এই পোস্ট ঘিরেই বেঁধেছে যত জল্পনা। নেটিজেনরা অভিনেত্রীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন তিনি ঠিক আছেন কিনা।
মুম্বই : বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা যে কতটা শরীর সচেতন, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যায়। শরীরে যাতে এতটুকুও মেদ না জমে, যাতে মেদহীন হয়ে একেবারে ফিট থাকতে পারেন, তার জন্য শরীরচর্চায় একটুও গাফিলতি করেন না নায়িকা। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'যখন তোমার ট্রেনার তোমাকে একা জিমে রেখে চলে যায়'। ঊর্বশী রাউতেলার এই পোস্ট ঘিরেই বেঁধেছে যত জল্পনা। নেটিজেনরা অভিনেত্রীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন তিনি ঠিক আছেন কি না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিম করার একটি ভিডিও পোস্ট করেছেন সুন্দরী বলি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। যেখানে তাঁকে কালো স্পোর্চস ব্রা এবং তার সঙ্গে মিলিয়ে লেগিন্স পরে পায়ের ব্যায়াম করতে দেখা যাচ্ছে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা ফিট রাখেন নিজেকে। পাশাপাশি ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, 'যখন তোমার ট্রেনার তোমাকে একা জিমে রেখে চলে যায়। মজা করছি। আসলে আমার বাবা আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রতিদিন একটা করে অন্তত মজার কিছু করতে। বাবা বলেছিলেন, যদি তুমি অন্যকে খুশি করতে পারো, তাহলেই তুমি নিজে সবথেকে বেশি খুশি থাকতে পারবে। টাকা দিয়ে আনন্দ কেনা যায় না। খুশি বা আনন্দ-র কোনও দাম হয় না। তাই হাসতে থাকো। অন্যকে হাসাতে থাকো। দেখবে তুমি তাহলে কত ভালো আছো।'
ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণই নানারকম পোস্ট করতে থাকেন ঊর্বশী রাউতেলা। যা দেখে বেশিরভাগ নেট নাগরিকই ভালোবাসার চিহ্ন ভরিয়ে দেন কমেন্ট বক্সে। আর এটাই প্রথমবার নয় যে অভিনেত্রী জিমে শরীরচর্চার ভিডিও পোস্ট করলেন। তিনি নিজেকে ফিট রাখতে পছন্দ করেন। এবং সেই সমস্ত ভিডিও ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিতেও পছন্দ করেন। প্রসঙ্গত, প্রাক্তন মিস ইন্ডিয়া ঊর্বশীকে 'সনম রে', 'দ্য গ্রেট গ্র্যান্ড মস্তি', 'সিং সাব দ্য গ্রেট', 'হেট স্টোরি ফোর'-এ অভিনয় করতে দেখা গিয়েছে।