এক্সপ্লোর
Advertisement
যৌনগন্ধী মন্তব্য, সলমনের পর বিতর্কে শাহরুখ
মুম্বই: সলমন খানের ধর্ষিতা সংক্রান্ত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন শাহরুখ খান। একটি বইপ্রকাশের অনুষ্ঠানে গিয়ে শাহরুখ মন্তব্য করেছেন, যখন কোনও মহিলার সঙ্গে তিনি কথা বলেন, তখন ওই মহিলাকে শোয়া অবস্থায় দেখতে চান তিনি। হলভর্তি মহিলা শাহরুখের মন্তব্যে হাসিতে ফেটে পড়লেও তাঁর এই কথায় নারীবাদীরা তো বটেই, দেশের কোটি কোটি মহিলার ক্ষুণ্ণ হওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে।
বিতর্কের সূচনা লেখিকা গুঞ্জন জৈনের বই 'শি ওয়াকস, শি লিডস' প্রকাশ অনুষ্ঠানে। শাহরুখ বইটি সম্পর্কে দুচার কথা বলা শুরু করতে সামনের সারিতে বসা উত্তেজিত লেখিকা উঠে দাঁড়িয়ে পড়েন। শাহরুখ তখন তাঁর স্বভাবসিদ্ধ মজার ছলে তাঁকে বসার অনুরোধ করেন। আর তাতেই শুরু হয় বিতর্ক। তিনি বলেন, ‘দয়া করে বসুন! এটা হয়তো পলিটিক্যালি কারেক্ট নয়, তবে যখনই আমি কোনও মহিলার সঙ্গে কথা বলি, আমি চাই তিনি শুয়ে পড়ুন’। তাঁর কথায় অবশ্য উপস্থিত মহিলারা ক্ষুণ্ণ হননি, বরং হাসির ঝড় ওঠে। কিন্তু সলমনের ধর্ষিতা সম্পর্কিত আলটপকা মন্তব্যে এত বিতর্কের রোল ওঠার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শাহরুখের এমন আপত্তিকর মন্তব্যকে শুধু মজার ছলে নেওয়া উচিত কিনা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement