এক্সপ্লোর
Advertisement
বয়ফ্রেন্ডকেই নিশানা, প্রত্যূষার মাথায় সিঁদুর ছিল, বললেন রাখী সাবন্ত
নয়াদিল্লি: টিভি অভিনেত্রী প্রত্যূষা বন্দোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় তাঁর বয়ফ্রেন্ডের দিকেই সন্দেহের আঙুল তুললেন রাখী সাবন্ত। অভিনেত্রী রাখী সাবন্ত বলেছেন, হাসপাতালে প্রত্যূষার মরদেহ দেখে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছেন। এবিপি আনন্দকে রাখী বলেছেন, আমি ডলি বিন্দ্রার সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম। ওর মুখ দেখে চমকে গিয়েছি। ওর মাথায় সিঁদুর দেখলাম। ওর গলায় দাগ ছিল, ঠোঁট কালো হয়ে গিয়েছে।
২৪ বছরের প্রত্যূষার সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাখী। তিনি বলেছেন, প্রত্যূষা আমার খুব ভালো বন্ধু ছিল। বিগ বস-এ যোগ দেওয়ার আগে ও আমার সঙ্গে কথা বলে পরামর্শ নিয়েছিল। প্রথমে ওকে ওই শো-তে যোগ দিতে বারন করেছিলাম। ওর সঙ্গে হোলির একটা পার্টিতে আমার শেষ দেখা হয়েছিল।
রাখীর অভিযোগ, প্রত্যূষাকে হাসপাতালে ভর্তি করার পর তার বয়ফ্রেন্ড রাহুল রাজ চিপস খাচ্ছিলেন। এছাড়াও প্রত্যূষাকে ভর্তি করার পর রহস্যজনক হাসপাতাল থেকে রাহুলের বেপাত্তা হওয়ার ঘটনা নিয়েও নিজের বিস্ময় ব্যক্ত করেছেন রাখী।
রাখী বলেছেন, প্রত্যূষার বয়ফ্রেন্ড তার মোবাইলটাও নিজের সঙ্গে নিয়ে চলে যান। আমার আশঙ্কা, মোবাইলের সমস্ত তথ্য মুছে দেওয়া হবে।
জানা গেছে, রাহুল পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন। কিন্তু তিনি ভীত, তাই গতকাল সন্ধে থেকেই প্রকাশ্যে আসছেন না। উল্লেখ্য, রাহুল রাজস্থানের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা হিন্দি কবি প্রভা ঠাকুরের পুত্র।
ঘটনাক্রম দেখে মনে করা হচ্ছে, প্রত্যূষা রাহুলকে বিয়ের চূড়ান্ত প্রস্ততি নিচ্ছিলেন।ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, প্রত্যূষা ডিজাইনার রোহিত ভার্মার কাছে কিছুদিন আগেই ওয়েডিং লেহেঙ্গার অর্ডার দিয়েছিলেন। কিন্তু রাহুলের অন্য কারুর সঙ্গে বাগদানের খবর জানার পর একেবারেই ভেঙে পড়েন তিনি। রাহুলের সঙ্গে তাঁর তীব্র বিবাদও হয়েছিল।পুলিশ সূত্র উল্লেখ করে সংবাদপত্রে এ কথা জানানো হয়েছে।
অভিনেতা আজাজ খানও বলেছেন, এটা আদৌ আত্মহত্যা হতে পারে না। ও খুব শক্ত মনের মেয়ে ছিল। আমি মনে করছি ওকে খুন করা হয়েছে। আর যদি আত্মহত্যা করে, তাহলে কে তা করতে তাকে বাধ্য করা হয়েছে।
আজাজ এই ঘটনায় প্রত্যূষার প্রেমের যোগ টেনেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement