Salman Khan: সন্তান চান সলমন খান! প্রকাশ্যে পুরনো ভিডিও
Happy Birthday Salman Khan: আজ সলমন খানের জন্মদিনে প্রকাশ্যে এসেছে পুরনো একটি ভিডিও। যেখানে সন্তান নিয়ে কথা বলতে দেখা গিয়েছে বলিউডের ভাইজানকে।
মুম্বই: বলিউডের মোস্ট এলিজিব্যল ব্যাচেলার সলমন খান (Salman Khan)। বি টাউনে দীর্ঘ তাঁর কেরিয়ার। বহু ছবিতে অভিনয় করেছেন। সম্পর্কে জড়িয়েছেন অনেকের সঙ্গে। তাঁর সঙ্গে বিয়ের কথাও হয়েছে অনেকের। কিন্তু এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসা হয়নি তাঁর। আজ সলমন খানের জন্মদিনে (Happy Birthday Salman Khan) প্রকাশ্যে এসেছে পুরনো একটি ভিডিও। যেখানে সন্তান নিয়ে কথা বলতে দেখা গিয়েছে বলিউডের ভাইজানকে।
সন্তান প্রসঙ্গে সলমন খান-
এক সাক্ষাৎকারে সন্তান প্রসঙ্গে নিজের মতামত দিতে দেখা যায় সলমন খানকে। অভিনেতাকে বলতে শোনা যায়, 'আমি সন্তান চাই। কিন্তু বাচ্চার সঙ্গে তার মা-ও থাকবে। কিন্তু আমি মা-কে নয়, শুধুমাত্র বাচ্চাটিকেই চাই।' পুরনো ভিডিওতে অভিনেতাকে আরও বলতে শোনা যাচ্ছে যে, কোনও মহিলা সঙ্গীকে তিনি জীবনে চান না। কিন্তু বাবা হতে আপত্তি নেই তাঁর। তাহলে কি অন্যান্য তারকাদের মতোই সিঙ্গল ফাদার হবেন? উত্তর সময় দেবে।
আরও পড়ুন - Salman Khan Birthday: পার্শ্বচরিত্র থেকে নায়ক, একনজরে সলমন খানের অভিনয় সফর
প্রসঙ্গত, একাধিক তারকার সঙ্গে সম্পর্কে জড়়িয়েছেন সলমন খান। ঐশ্বর্য রাই, সোমি আলি, সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরদের সঙ্গে নাম জড়ায়। প্রত্যেকের সঙ্গেই তাঁর বিচ্ছেদ হয়েছে বলেও খবর। সম্প্রতি 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির সেট থেকে বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যায়, অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে ডেটিং করছেন তিনি।
">
২৭ ডিসেম্বর জন্মদিন উপলক্ষে বোন অর্পিতা খানের বাড়িতে সলমন খানের জন্মদিনের পার্টির আয়োজন হয়েছে। বলিউডের একাধিক তারকা উপস্থিত হন সেখানে। শাহরুখ খান থেকে, কার্তিক আরিয়ান কিংবা জাহ্নবী, সোনাক্ষীদের দেখা গিয়েছে সেখানে।
">