এক্সপ্লোর
Salman Khan Birthday: পার্শ্বচরিত্র থেকে নায়ক, একনজরে সলমন খানের অভিনয় সফর
সলমন খান
1/10

আজ জন্মদিন বলিউড সুপারস্টার সলমন খানের। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর অভিনয় সফরে।
2/10

বেশিরভাগ মানুষই মনে করেন 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় সলমন খানের। আসলে এই ধারণা একেবারেই সঠিক নয়। বরং, প্রথম ছবিতে নায়কের ভূমিকায় কাজ করার সুযোগই পাননি সেলিম খান পুত্র। সলমন খানের প্রথম ছবি 'বিবি হো তো অ্যায়সি'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রেখা এবং ফারুখ শেখ। ছবিতে পার্শ্বচরিত্রে দেখা যায় বলিউডের ভাইজানকে।
Published at : 27 Dec 2022 02:02 PM (IST)
আরও দেখুন






















