এক্সপ্লোর
Advertisement
পাশের বাড়ির রান্নার ঝাঁঝে শ্বাসকষ্ট, আদালতের দ্বারস্থ প্রতিবেশী
লন্ডন: কথায় বলে ঘ্রানেই নাকি অর্ধেক ভোজন। পাশের বাড়ির রান্নার সুগন্ধে পেট না ভরলেও অনেক সময়ই মন ভরে যায়। কিন্তু কখনও শুনেছেন কি, পাশের বাড়ির রান্নার গন্ধ নাকে আসায় মামলা রুজু করেছেন প্রতিবেশী!
সত্যিই ঘটেছে এমনটা। লন্ডনের বাসিন্দা জোয়ান্না লুইস ক্রিডলিন নামে এক পশুপ্রেমী তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, প্রতিবেশীর তেল-মশলা দিয়ে করা রান্নার ঝাঁঝ, গন্ধ হাওয়ায় ভেসে আসে তাঁদের বাড়িতে। রান্না শেষ হয়ে যাওয়ার ৮ ঘন্টা পরও সেই ঝাঁঝ ঘর থেকে যায় না। এতে শ্বাসকষ্টের সমস্যা হয় তাঁর। তিনি জানিয়েছেন, লঙ্কার তীব্র ঝাঁঝে তাঁর ভীষণ শ্বাসকষ্ট হয়। শ্বাসনালীতে জ্বালা করে। ঘুমের মধ্যেও তাঁর দমবন্ধ হয়ে আসে। তিনি বলেন, এটা অত্যাচার ছাড়া আর কিছুই নয়। পুরো ঘটনাটিকে ‘সমাজবিরোধী আচরণ’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সাহায্যের আর্জি জানালেও এগিয়ে আসেননি প্রতিবেশী।
এই ঘটনায় কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন ক্রিডলিন। শুধু তাই নয়, দাবি তুলেছেন ক্ষতিপূরণেরও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement