Women Equality Day 2022: হলিউড থেকে বলিউড, কোন কোন ছবি দিয়েছে নারী সমতার বার্তা? দেখে নিন
Women Equality Day: কেবল সংবিধান নয়, রুপোলি পর্দাতেও নারীদের সমানাধিকারের গল্প তুলে ধরেছে একাধিক ছবি। হলিউড থেকে বলিউড, দেখে নিন সেই ছবিগুলি কী কী?
মুম্বই: আগামী ২৬ অগাস্ট, ২০২২, নারী সমতা দিবস (Women’s Equality Day)। নারী সমতা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম সংবিধান সংশোধনীকে সম্মান জানিয়ে পালন করা হয়। কেবল সংবিধান নয়, রুপোলি পর্দাতেও নারীদের সমানাধিকারের গল্প তুলে ধরেছে একাধিক ছবি। হলিউড থেকে বলিউড, দেখে নিন সেই ছবিগুলি কী কী?
অন দ্য বেসিস অফ সেক্স (On the Basis of Sex): আমেরিকার ইতিহাসে এটি অন্যতম একটি ছবি। কেরিয়ার ও সমানাধিকারের জন্য একটি মেয়ের লড়াইয়ের গল্প ফুটিয়ে তোলা হয় এই ছবিতে। গল্পের ভাঁজে ভাঁজে উঠে আসে আইনি লড়াই ও সমাজ পরিবর্তনের ডাক।
হিডন ফিগার্স (Hidden Figures): কর্মক্ষেত্রে কালো চামড়া ও সাদা চামড়ার মানুষদের লড়াইয়ের গল্প বলে এই ছবি। নাসায় কর্মরত তিনজন অসম্ভব মেধাবী আফ্রিকান আমেরিকান নারীর গল্প বলে এই ছবি ।
চক দে ইন্ডিয়া (Chak De! India): এই গল্প বোনা একটি মহিলা হকি দলকে নিয়ে। সত্য ঘটনার অবলম্বনে তৈরি এই গল্প বলে একেবারে মফস্বল থেকে উঠে আসা এক মহিলা হকি দলের জয়ের গল্প, গর্বের গল্প। নারীকেন্দ্রিক ছবি হলেও এই ছবির মুখ্যভূমিকা পালন করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
ইংলিশ ভিংলিশ (English Vinglish): এক গৃহবধূর নিজের ওপর আত্মবিশ্বাসের গল্প বলে এই ছবি। প্রথমে গল্পের মোড়কে নায়িকার বিদেশযাত্রা তারপর ইংরাজি শেখার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যায় এই ছবি গল্প। শশী-র ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন শ্রীদেবী (Sreedevi)।
থাপ্পড় (Thappad): শুধু একটা থাপ্পড়! ব্যাস! এটাই ছিল ছবির গল্প। একটা চড় কীভাবে বদলে দেয় মানসিক পরিস্থিতি, কীভাবে একা বেঁচে থাকতে, লড়াই করতে শেখায় এক নারীকে, সেই গল্পই তুলে ধরা হয়েছে থাপ্পড় ছবিতে। ছবির মুখ্যভূমিকায় তাপসী পান্নু অনবদ্য।