এক্সপ্লোর
স্ত্রীর কাজে যাতে ব্যাঘাত না ঘটে; দিল্লি থেকে মুম্বই চলে আসছেন বিরাট

মুম্বই: সবে গতকাল বিয়ে করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দিল্লির ছেলে বিরাট সিদ্ধান্ত নিয়েছেন, অনুষ্কা যাতে নির্বিঘ্নে তাঁর কাজকর্ম করতে পারেন তা নিশ্চিত করতে মুম্বই চলে আসবেন তিনি। বিরাট-অনুষ্কার এক মুখপাত্র জানিয়েছেন, এ মাসেই মুম্বইয়ের ওরলিতে তাঁদের নতুন বাসভবনে বসবাস শুরু করবেন নবদম্পতি। ৪ বছর আগে এক শ্যাম্পুর বিজ্ঞাপনে আলাপ হয় বিরাট-অনুষ্কার। তাঁদের সম্পর্ক নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে, একবার বিচ্ছেদও হয়ে যায়। কিন্তু ফের পরস্পরের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরা। ২০১৫-য় বিরাট মুম্বইয়ের এক বহুতলে বিশাল এক স্কাই বাংলো কেনেন। ৫ বিএইচকে ওই সমুদ্রমুখী অ্যাপার্টমেন্ট ছিল বহুতলটির ৩৫ তলায়। ৭০০০ বর্গফুটের এই ফ্ল্যাটই বিরুষ্কার নয়া ঠিকানা। ইতালি থেকে ফেরার পর এখানে চলে আসবেন তাঁরা। এই ধরনের ফ্ল্যাটগুলি পুরোটাই তৈরি হয় মালিকের স্টাইল ও পছন্দ অনুযায়ী। নির্মাতা শুধু ফ্লোরটা দিয়ে দেন, মাঝে কোনও দেওয়াল বা থাম থাকে না। খেলার মাঠের মত বিশাল জমিতে এবার ঘর তৈরি হয় মালিকের ইচ্ছেমত। বেডরুমই হোক বা স্টাডি- সব কিছুর আকারপ্রকারই ঠিক করেন তিনি। বিয়ের পর ২ মাসের জন্য ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন বিরাট-অনুষ্কা। ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই থাকবেন ভারত অধিনায়ক। অনুষ্কা জানুয়ারির প্রথম সপ্তাহে মুম্বই ফিরে কাজে যোগ দেবেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















