বিয়ের পর প্রথম করবা চৌথ, কীভাবে সেলিব্রেট করলেন ইয়ামি গৌতম?
চলতি বছর ৪ জুন পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। বিয়ের পর প্রথম করবা চৌথ পালন। তাই আজকের এই বিশেষ দিনে বিশেষভাবে সাজলেন ইয়ামি।
মুম্বই : চলতি বছর সকলকে চমকে দিয়ে পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। কাকপক্ষীতেই টের পায়নি তাঁর বিয়ের কথা। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট না করলে বোধহয়, এ খবর অজানাই থেকে যেত। একেবারে ঘনিষ্ট আত্মীয়দের উপস্থিতিতে 'উরি' পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী। বিয়ের আগে তো তিনি ফ্যাশন সচেতন ছিলেনই। বিয়ের পরেও একইভাবে স্টাইল স্টেটমেন্ট ধরে রেখেছেন ইয়ামি গৌতম। লাল শাড়ি, ভারি গহনায় বিয়ের পোশাকে অভিনেত্রীকে দেখার পর অনুরাগীরাও অপেক্ষা করে রয়েছেন তিনি কীভাবে প্রথম করবা চৌথ (Karwa Chauth 2021) পালন করছেন, তা দেখার জন্য।
আরও পড়ুন - Karva Chauth Wishes: প্রিয়তমা স্ত্রী জয়াকে কীভাবে করবা চৌথের শুভেচ্ছা জানালেন বিগ বি?
আজ করবা চৌথ। হিন্দু বিবাহিত নারীদের কাছে আজকের এই বিশেষ দিনটার গুরুত্ব অনেক। স্বামীর মঙ্গল কামনায় সারাদিন উপবাস থেকে সন্ধেবেলা চাঁদের সঙ্গে স্বামীর মুখ দেখে উপবাস ভঙ্গ করেন তাঁরা। সাধারণ হিন্দু নারীদের থেকে তারকারা, প্রত্যেকেই নিজের নিজের মতো করে করবা চৌথ পালন করছেন। তবে শুধু নারীরাই নন, পুরুষরাও তাঁদের স্ত্রীদের শুভেচ্ছা জানাচ্ছেন। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন 'কভি খুশি কভি গম' ছবিতে জয়া বচ্চনের সঙ্গে একটি ভালোবাসায় ভরা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে করবা চৌথের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন - Shahrukh Diwali Advt: সামনেই দীপাবলি, মুহূর্তে ভাইরাল শাহরুখ খানের ক্যাডবেরির বিজ্ঞাপন
চলতি বছর ৪ জুন পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। বিয়ের পর প্রথম করবা চৌথ পালন। তাই আজকের এই বিশেষ দিনে বিশেষভাবে সাজলেন ইয়ামি। লাল জমকালো শাড়ির সঙ্গে মানানসই গহনা, কালে লম্বা ঝোলা দুল, গলায় মঙ্গলসূত্র, লাল লিপস্টিক এবং কপালে লাল টিপ পরে আদর্শ হিন্দু নারীর বেশে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর ইয়ামি গৌতমকে এমন সাজে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।