Kareena Kapoor Update: 'পরিবারের রন্ধ্রে রন্ধ্রে যোগব্যায়াম', একরত্তি জাহাঙ্গিরের মিষ্টি ছবি পোস্ট করিনার
Kareena Kapoor Update: এমনিতেই করিনা কপূর যে ফিটনেস ফ্রিক তা সকলেরই জানা। এই অবস্থায় জাহাঙ্গিরও যদি যোগ-প্রেমী হয়ে ওঠে তাহলে অবাক হওয়ার কিছুই নেই।
![Kareena Kapoor Update: 'পরিবারের রন্ধ্রে রন্ধ্রে যোগব্যায়াম', একরত্তি জাহাঙ্গিরের মিষ্টি ছবি পোস্ট করিনার Yoga runs in the family: Kareena Kapoor on Jeh's latest picture Kareena Kapoor Update: 'পরিবারের রন্ধ্রে রন্ধ্রে যোগব্যায়াম', একরত্তি জাহাঙ্গিরের মিষ্টি ছবি পোস্ট করিনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/28/aaf7d8e17965a332fae8a32989dac28a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এতদিন অনুরাগীরা মুখিয়ে থাকতেন খুদে তৈমুরের ছবি দেখার জন্য, এখন সেই তালিকায় সংযোজন জেহ। কিছুদিন আগেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয় একরত্তি জেহ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরও একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন বেবো।
'জব উই মেট' অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি কিউট ছবি পোস্ট করেছেন জেহ-এর, সঙ্গে মজাদার ক্যাপশন। তাঁর মতে খুদে জাহাঙ্গির আপাতত যোগাভ্যাসে ব্যস্ত। এমনিতেই করিনা কপূর যে ফিটনেস ফ্রিক তা সকলেরই জানা। এই অবস্থায় জাহাঙ্গিরও যদি যোগ-প্রেমী হয়ে ওঠে তাহলে অবাক হওয়ার কিছুই নেই।
ক্যাপশনে করিনা লেখেন, 'ডাউনওয়ার্ড ডগ।' পরিবারের সকলের রন্ধ্রে রন্ধ্রে যোগব্যায়ামের অভ্যেস রয়েছে বলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই ছবি। আট মাসের জাহাঙ্গির ক্যামেরাবন্দি হলেন 'পাইক পজিশন'-এ। ছবিতে খুদের মুখ যদিও দেখা যাচ্ছে না। তবে মিষ্টি ছবিতে ভালবাসার বার্তা দিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।
View this post on Instagram
জাহাঙ্গির আলি খানের ছবিতে মিষ্টি কমেন্ট করেন করিশ্মা কপূর, অমৃতা অরোরা, সাবা আলি খানও। করিশ্মা কপূর লেখেন, 'আমাদের জান'। সাবা আলি খান লেখেন, 'জে, জাদুর ঝাপ্পি।'
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, করিনা কপূরকে দেখা যাবে আগামী ছবি 'লাল সিং চাড্ডা'-এ। ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবি। 'ফরেস্ট গাম্প' ছবির অফিসিয়াল অ্যাডপটেশন এই ছবিটি। করোনা অতিমারীর কারণে ছবিমুক্তির তারিখ পিছিয়ে যায়। এছাড়া একতা কপূর ও হংসল মেহতার সঙ্গেও একটি ছবির জন্য হাত মিলিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: 14 Years of Jab We Met: 'যব উই মেট' ছবির জন্য কীভাবে করিনাকে রাজি করিয়েছিলেন শাহিদ কপূর?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)