14 Years of Jab We Met: 'যব উই মেট' ছবির জন্য কীভাবে করিনাকে রাজি করিয়েছিলেন শাহিদ কপূর?
ইমতিয়াজ আলির রোম্যান্টিক কমেডি ছবির ১৪ বছর পূর্তিতে সামনে এলো করিনা কপূর খানের একটি সাক্ষাৎকার। যেখানে তিনি জানাচ্ছেন, কীভাবে তিনি এই ছবির নায়িকা হয়ে উঠলেন। এই ছবিতেই নাকি প্রথমে কাজ করতে চাননি বেবো।
মুম্বই : আজ ২৮ অক্টোবর। ১৪ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি 'যব উই মেট' (Jab We Met)। এই ছবির একাধিক ডায়লগ আজ দর্শকদের মনে গেঁথে রয়েছে। পাশাপাশি এই ছবিতে শাহিদ কপূর এবং করিনা কপূর খানের কেমিষ্ট্রিও ছিল চোখে পড়ার মতো। পরিচালক ইমতিয়াজ আলির রোম্যান্টিক কমেডি ছবির ১৪ বছর পূর্তিতে সামনে এলো করিনা কপূর খানের একটি সাক্ষাৎকার। যেখানে তিনি জানাচ্ছেন, কীভাবে তিনি এই ছবির নায়িকা হয়ে উঠলেন। অথচ বক্স অফিসে হিট হওয়া এই ছবিতেই নাকি প্রথমে কাজ করতে চাননি বেবো।
প্রেমিকার কাছে প্রতারিত হয়ে আত্মহত্যা করতে চাওয়া ব্যবসায়ীর ছেলে আদিত্য কীভাবে হাসিখুশি গীতের প্রেমে পড়ে। 'যব উই মেট' দর্শকদের কাছে অন্যতম পছন্দের ছবি হয়ে থাকবে পরবর্তীকালেও। সোশ্যাল মিডিয়া অন্তত তেমনটাই জানান দেয়। কারণ, 'যব উই মেট'-র ১৪ বছর পূর্তিতে দর্শকরা সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা এবং এই ছবির স্মৃতিচারণায় ভরিয়ে দিয়েছেন।
'যব উই মেট' ছবি তৈরির সময় শাহিদ কপূর এবং করিনা কপূর একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। একটি সাক্ষাৎকারে করিনা কপূর খানকে বলতে দেখা যায়, তিনি প্রথমে এই ছবিতে অভিনয়ই করতে চাননি। কারণ, তিনি সেই সময়ে 'তশান' ছবির কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন। করিনা বলেন, 'এই ছবিতে আমার কাজ করার পিছনে শাহিদেরই একমাত্র হাত ছিল। ও আমাকে জোর করে বলেছিল যে, এই ছবির স্ক্রিপ্ট আমার পড়া উচিৎ। ওি মনে হয়েছিল, এই ছবিতে গীতের যে চরিত্র, তা আমার সঙ্গে খুব ভালো মানায়।'
'তশান' ছবিটি যে তাঁর কেরিয়ার বদলে দেবে, তা সেই সময়ে আন্দাজ করেছিলেন করিনা কপূর খান। ছবিটি যশরাজ ফিল্মের ব্যানারেও ছিল। করিনা বলেন, 'আমি যব উই মেটের গীতের মতো করেই বলেছিলাম যে, শোনো আমি যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করছি আর ওখানে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি। তার জন্য আমাকে জিরো সাইজের হতে হবে। আমার এই অ্যাটিটিউড ছিল যব উই মেটের সেটে।'
আরও পড়ুন - Aryan Khan Gets Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হতেই কড়া প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার
করিনা কপূর আরও বলেন, 'ভাগ্য কার কপালে কী লিখে রেখেছে আগে থেকে কিছুই আমরা জানতে পারি না। তশান ছবিটা আমার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। আমার কেরিয়ার, আমার জীবন সব বদলে যায়। ওই ছবিতে দেখা হয় আমার স্বপ্নের মানুষের সঙ্গে। আমরা বিয়ে করি। অবশ্যই আমি আর শাহিদ আমরা নিজেদের পথ বেছে নিই।'
'যব উই মেট' ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন করিনা কপূর খান। আর সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেন তাঁর স্বামী এবং বলিউড অভিনেত্রী সেফ আলি খান। পুরস্কার নেওয়ার সময় করিনা আবেগপ্রবণ বেশ কিছু কথা বলেছিলেন সেই সময়। পরিচালক ইমতিয়াজ আলিকে তো অবশ্যই ধন্যবাদ জানিয়েছিলেন শাহিদ কপূরকেও।