(Source: ECI/ABP News/ABP Majha)
Bigg Boss OTT 3: 'বিগ বস'-এর বাড়িতে ফিরছেন আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল, সঙ্গে ৪ সন্তানও?
Armaan Malik Wife: আগামী 'উইকেন্ড কা ওয়ার' পর্বে ফিরছেন ইউটিউবার আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল মালিক। খেলার নিয়মে আগেই বাদ পড়েন তিনি শো থেকে, তবে এবার পুনরায় প্রবেশের জন্য তিনি নাকি তৈরি।
নয়াদিল্লি: ফের চর্চায় জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ওটিটি ৩' (Bigg Boss OTT 3) ও ইউটিউবার (YouTuber) আরমান মালিক (Armaan Malik)। দুই স্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে অংশ নিলেও তাঁর প্রথম স্ত্রী পায়েল আগেই বেরিয়ে যান খেলা থেকে। তবে তিনি নাকি আবার ফিরবেন 'বিগ বস'-এর বাড়িতে, সঙ্গে নাকি থাকবে তাঁদের চার সন্তানও।
'বিগ বস'-এর বাড়িতে ফিরছেন আরমান মালিকের প্রথম স্ত্রী?
আগামী 'উইকেন্ড কা ওয়ার' (Weekend Ka Waar) পর্বে ঝাঁ চকচকে এন্ট্রি নিতে চলেছেন ইউটিউবার আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল মালিক। খেলার নিয়মে আগেই বাদ পড়েন তিনি শো থেকে, তবে এবার পুনরায় প্রবেশের জন্য তিনি নাকি তৈরি। নিজের ইউটিউব ভ্লগেই এই কথা শেয়ার করেন তিনি। এছাড়া তিনিও এও জানান যে তাঁর সঙ্গে এবার 'বিগ বস'-এর বাড়িতে প্রবেশ করবেন ৪ সন্তানও।
অনুষ্ঠানের ফাইনাল যত এগিয়ে আসছে গোটা মালিক পরিবার আরমান ও কৃতিকার পাশে দাঁড়াতে তৈরি হচ্ছে। শোয়ের প্রাক্তন প্রতিযোগী পায়েল মালিক, এই মর্মেই ফিরছেন। 'উইকেন্ড কা ওয়ার' পর্বে তাঁকে দেখা যাবে।
'বিগ বস' এমনিতেই অন্যতম চর্চিত শো। এবারের বিগ বসে যেন সেই মাত্রা আরও বেড়ে গিয়েছে। এর আগে অনুষ্ঠানে এসে পায়েল বলেন যে বিশাল পাণ্ডে নিজের কৃতিকার প্রতি তাঁর অনুভূতির কথা স্বীকার করেছেন। যদিও বিশালের পাল্টা দাবি ছিল যে তাঁর বক্তব্যের ভুল মানে বের করা হচ্ছে। এরপরেই আরমানের সঙ্গে বচসায় জড়ান তিনি এবং চড়ও খেয়ে যান আরমানের থেকে। এরপর 'উইকেন্ড কা ওয়ার' পর্বে উপস্থিত হন বিশালের বাবা-মা। ফলস্বরূপ বিশালের কাছে ক্ষমা চান ইউটিউবার আরমান মালিক।
আরমান মালিক বহু চর্চিত ও বিতর্কিত ব্যক্তিত্ব। 'বিগ বস ওটিটি ৩'-এ পা রেখে থেকে দৃষ্টি আকর্ষণ করে চলেছেন তিনি। ২০১১ সালে তিনি পাওয়েলকে বিয়ে করেন। তাঁকে ছেলে হয়, চিরায়ু মালিক। যদিও ২০১৮ সালে, প্রথম বিয়ে থাকা সত্ত্বেও পায়েলের ঘনিষ্ঠ বন্ধু কৃতিকাকে বিয়ে করেন আরমান। ২০২২ সালে তিনি ফের শিরোনামে উঠে আসেন, যখন প্রকাশ্যে আসে যে কৃতিকা ও পায়েল, দু'জনেই অন্তঃসত্ত্বা। আপাতত আরমানের চার সন্তান, চিরায়ু, তুবা, অয়ন, জায়েদ।
সম্প্রতি 'বিগ বস'-এর বাড়িতে থাকা অবস্থায় আরমান ও কৃতিকার একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, সেই নিয়ে বিতর্কের পরই 'বিগ বস'-এ ফিরছেন পায়েল। যদিও পরে খোলসা করা হয় যে সেই ভিডিওটা তৈরি করা অর্থাৎ ভুয়ো।
'বিগ বস ওটিটি ৩' তার গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে চলেছে। শোনা যাচ্ছে আগামী ৪ অগাস্ট বিজয়ী ঘোষণা করা হবে যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।