Zeenat Aman: আবারও 'নিষিদ্ধ' বিষয় নিয়ে প্রকাশ্য়ে আসছেন জিনাত! তুঙ্গে জল্পনা
Zeenat Aman: এবার ওয়েব প্ল্য়াটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমান।
কলকাতা: বরাবরই খবরের লাইমলাইটে থাকতে ভালবাসেন জিনাত আমান। আর এবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে। বলিউড সূত্রে খবর, অন্তর্বাস ফিটিং নিষিদ্ধ বিষয় সম্পর্কিত সিরিজে অভিনয় করতে দেখা যাবে প্রবীণ অভিনেত্রীকে। জানা যাচ্ছে, জিনাত আমান এখন তাঁর প্রথম ওটিটি প্রোডাকশনের চুক্তিবদ্ধ হয়েছেন। মনীশ হরিশঙ্কর পরিচালিত এই জিনাত ছাড়াও এই সিরিজে দেখতে পাওয়া যাবে, শ্বেতা তিওয়ারি (Sweta Tiwari), রোহিত রায় (Rohit Roy), তান্নাজ ইরানি (Tanaz Irani), বখতিয়ার এবং জরিনা ওয়াহাব।
আরও পড়ুন...হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টিও, এখন কেমন আছেন?
শোনা যাচ্ছে, এই সিরিজে ‘মডেলিং এক্সপোজার’ সহ একজন বয়স্ক মহিলার চরিত্রে অভিনয় করবেন জিনাত। শোস্টপারদেরও অন্তর্বাস সম্পর্কে কথা বলতে শোনা যাবে।
কিছুদিন আগে ইন্সটাগ্রামে প্রোফাইল খুলেছেন অভিনেত্রী। তারপর থেকে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। আর সম্প্রতি তাঁর একটি পোস্ট ভাইরাল হল সোশ্যাল সাইটে। অভিনেত্রী তাঁর ছবি, 'সত্যম শিবম সুন্দরম' থেকে একটি ছবি শেয়ার করেছেন। পুরনো এই ছবিটিতে সেপিয়া টোন আছে। ছবিটি পোস্ট করে তিনি এই ছবির ইতিহাস শেয়ার করে নিয়েছেন তাঁর ভক্তদের সঙ্গে। অভিনেত্রী লিখেছেন,"এই ছবিটি ফটোগ্রাফার জেপি সিংগাল ১৯৭৭ সালের দিকে 'সত্যম শিবম সুন্দরম'-এর জন্য একটি লুক টেস্টের সময় তুলেছিলেন। আমরা সিরিজটি শ্যুট করেছি। আর কে স্টুডিওতে, এবং আমার পোশাক ডিজাইন করেছেন অস্কার বিজয়ী ভানু আথাইয়া।"
তিনি ক্যাপশনে অশ্লীলতার ধারণাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে লিখেছিলেন, "বলিউডের ইতিহাসের সাথে পরিচিত যে কেউই জানতে পারবেন যে সত্যম শিবম সুন্দরম-এ আমার চরিত্র রূপা নিয়ে অনেক বিতর্ক এবং ভ্রুক্ষেপ ছিল। অশ্লীলতা আমি পাইনি এবং মানবদেহ সম্পর্কে অশ্লীল কিছু পাইনি। আমি একজন পরিচালকের অভিনেতা এবং এই চেহারাগুলি আমার কাজের অংশ ছিল।"
প্রসঙ্গত, ৭০-এর দশকে জিনাতের প্রেমে হাবুডুবু খেতেন আপামর দর্শক। ১৯৭০ ও ৮০-এর দশকে বলিউডের হিন্দি চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। ১৯৭০ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। এক্ই বছরে মিস এশিয়া প্যাসিফিকে অংশ নিয়ে শিরোপা জয় করেন। এরফলে দক্ষিণ এশিয়ার প্রথম নারী হিসেবে এ শিরোপা জয় করেছিলেন জিনাত।
তাঁকে শেষবার আশুতোষ গোয়ারিকারের পিরিয়ড ফিল্ম পানিপত (2019) এ একটি ক্যামিওতে দেখা গিয়েছিল