আজ আত্মপ্রকাশ করছে iPhone 12 সিরিজের চারটি মডেল, জেনে নিন সরাসরি সম্প্রচারের সময় ও স্থান, ফোনগুলির দাম
৬ বা ১৭ তারিখ থেকে প্রি-অর্ডার দেওয়া যাবে, শিপিং শুরু হতে পারে ২৩ বা ২৪ তারিখ থেকে
নয়াদিল্লি: আজ, iPhone 12 সিরিজের ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছে অ্যাপল। গত সেপ্টেম্বরে সংস্থাটি যেমন ভার্চুয়াল প্ল্যাটফর্মে নতুন স্মার্টওয়াচ ও আই-প্যাড মডেলের সূচনা করেছিল, ঠিক তেমন এবারও তেমনভাবেই নতুন ফোনের সূচনা হতে চলেছে।
আজকের অনুষ্ঠানে একটা বা দুটো নয়, একেবারে চারটি নতুন আই-ফোন মডেল প্রকাশ করতে চলেছে কুপারতিনোর সংস্থাটি। সবকটি ফোনই হবে ভার্চুয়াল iPhone 12 সিরিজের অন্তর্গত। প্রত্যেকটি মডেল 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ১৬ বা ১৭ তারিখ থেকে প্রি-অর্ডার দেওয়া যাবে। শিপিং শুরু হতে পারে ২৩ বা ২৪ তারিখ থেকে। iPhone 12 mini-র প্রি অর্ডার দেওয়া যেতে পারে ৬ বা ৭ নভেম্বর থেকে। এই মডেলটির শিপিং শুরু হতে পারে ১৩ বা ১৪ নভেম্বর থেকে। iPhone 12 Pro Max-এর প্রি অর্ডার শুরু হতে পারে ১৩ বা ১৪ নভেম্বর থেকে। শিপিং শুরু হতে পারে ২০ বা ২১ নভেম্বর থেকে। সূত্রের খবর, iPhone 12 mini-র আকার হতে পারে ৫.৪ ইঞ্চি। iPhone 12-এর আকার হতে পারে ৬.১ ইঞ্চি। iPhone 12 Pro-র আকারও হতে পারে ৬.১ ইঞ্চি। iPhone 12 Pro Max-এর আকার হতে পারে ৬.৭ ইঞ্চি। আইফোনের নতুন চারটি মডেলেই ওএলইডি ডিসপ্লে এবং 5G সাপোর্ট থাকতে পারে। iPhone 12-তে ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে। কালো, সাদা, নীল, লাল, হলুদ ও কোরাল রঙের হতে পারে এই নতুন মডেলগুলি।
অ্যাপল-এর এই অনুষ্ঠান কোথায় ও কখন দেখা যাবে?
বহু-প্রতিক্ষীত এই অনুষ্ঠানটি ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে সরাসরি স্ট্রিমিং করা হবে। অ্যাপল পার্ক থেকে সরাসরি ভার্চুয়ালি এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। দেখা যাবে ইউটিউব সহ অ্যাপলের নিজস্ব ইভেন্ট সাইটে।
iPhone 12 series ফোনগুলির দাম কেমন হবে?
সূত্রের খবর, সবচেয়ে সস্তার মডেল হতে চলেছে iPhone 12 mini ফোনটি। এর দাম হতে পারে আনুমানিক ৫১ হাজার ২০০ টাকা। iPhone 12 ফোনের দাম হতে পারে প্রায় ৫৮ হাজার ৬০০ টাকা। অন্যদিকে, iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max ফোনগুলির দাম হতে পারে যথাক্রমে আনুমানিক ৭৩ হাজার ২০০ ও ৮০ হাজার ৬০০ টাকা।