এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
apple new folding iphone: বাজারে আসছে ভাঁজ করা আইফোন! নয়া ভাবনা অ্যাপলের
Apple folding iphone: বহুজাতিক এই প্রযুক্তি সংস্থা সদর দফতর ক্যালিফোর্নিয়ায়। এর আগে ভাঁজ করা ফোন এনেছিল মোটোরোলা, স্যামসং, এলজি। তবে শোনা যাচ্ছে ভাঁজ করা এই ফোনের সঙ্গে স্যামসং-এর ফোনের সাদৃশ্য থাকবে।
কলকাতা: এবার বাজারে আসতে চলেছে ভাঁজ করা আইফোন। ইতিমধ্যে এই নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নয়া এই ফোন তৈরির জন্য প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে অ্য়াপল। শুরু করেছে অভ্যন্তরীণ পরীক্ষাও।
বহুজাতিক এই প্রযুক্তি সংস্থা সদর দফতর ক্যালিফোর্নিয়ায়। এর আগে ভাঁজ করা ফোন এনেছিল মোটোরোলা, স্যামসং, এলজি। তবে শোনা যাচ্ছে ভাঁজ করা এই ফোনের সঙ্গে স্যামসং-এর ফোনের সাদৃশ্য থাকবে। যদিও অ্যাপল এই ফোনের মাপ নিয়ে কোনও তথ্য সামনে আনেনি। ব্যাটারির সাইজ, প্রসেসর, ক্যামেরা নিয়ে এখনও পরীক্ষা করছে সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, ইন-স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট থাকবে আ্যাপলের নতুন আইফোনে। আশা করা যায় চলতি বছরই নতুন ফিচার আনবে আ্যাপল।
এরইমধ্যে আরেকটি প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ফিটনেস প্লাসে সাবস্ক্রিপশনে সার্ভিসে ২ ডজন শরীরচর্চা যোগ করা হয়েছে। জানা গিয়েছে ২৬ ধরনের শরীরচর্চা যোগ করেছে তারা। যার মধ্যে রয়েছে সাইক্লিং, স্ট্রেন্থ, যোগা, কোর, নাচ, ট্রেডমিল, রোয়িং। সব মিলিয়ে এখনও পর্যন্ত তালিকায় ২৯৩ ধরনের শরীরচর্চা আছে।
অ্যাপল ফিটনেস প্লাস ব্যবহার করতে গেলে অবশ্যই আইফোন ৬এস (iPhone 6s) থাকতে হবে। পরে যা আপডেট হয়ে iOS 14.3 হয়েছে। অথবা অ্যাপল ওয়াচ সিরিজ থ্রি (Apple Watch Series 3) থাকতে হবে। পরে যা আপডেট হয়ে watchOS 7.2 হয়েছে। অ্যাপল টিভি এইচডি (TV HD) বা অ্যাপল টিভি ফোরকে (TV 4K) যা পরে tvOS 14.3 হয়েছে সেখানেও ব্যবহার করা যাবে অ্যাপল ফিটনেস প্লাস। ফিটনেস প্লাস ব্যবহার করা যাবে আইপ্যাড এয়ার টু (iPad Air 2)-তে।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement