এক্সপ্লোর
Advertisement
পুজোর সময় ভারতে মুক্তি পাচ্ছে Google Pixel 4A, কড়া টক্কর দিতে পারে OnePlus Nord
পুজোর ঠিক আগেই ভারতের বাজারে নতুন মডেলের ফোন আনছে গুগল পিক্সেল। সংস্থা জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে নতুন Google Pixel 4A। কী কী বিশেষ সুবিধা দিচ্ছে এই নতুন ফোনে? দামই বা কত হবে? দেখে নেওয়া যাক এক ঝলকে।
নয়াদিল্লি: পুজোর ঠিক আগেই ভারতের বাজারে নতুন মডেলের ফোন আনছে গুগল পিক্সেল। সংস্থা জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে নতুন Google Pixel 4A। কী কী বিশেষ সুবিধা দিচ্ছে এই নতুন ফোনে? দামই বা কত হবে? দেখে নেওয়া যাক এক ঝলকে।
এখনও পর্যন্ত ভারতীয় বাজারে এই ফোনের দাম ঘোষণা করেনি গুগল। তবে জানা গিয়েছে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্য়মে ক্রেতারা এই ফোন অর্ডার করতে পারবেন। ইতিমধ্যেই ফ্লিপকার্টের সাইটে দেখা যাচ্ছে Google Pixel 4A-র টিজার। সেখানে সমস্ত ফিচারও দেখা যাচ্ছে।
কী কী থাকছে Google Pixel 4A-তে?
5.81 ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লে রয়েছে এই ফোনে। ফোনটি Android 11 অপারেটিং সিস্টেম নির্ভর। পলিকার্বোনেট বডির সঙ্গে এই ফোনে রয়েছে Corning Gorilla Glass 3। এতে সুরক্ষিত থাকবে ফোনের স্ক্রিন। ফোনে রয়েছে শক্তিশালী ৩১৪০ mAh ব্যাটারি। ফোনের চালিকাশক্তির জন্য থাকবে 6 GB LPDDR 4x RAM সঙ্গে অক্টা-কোর Qualcomm Snapdragon 730G SoC প্রসেসার। রয়েছে 128 GB স্টোরেজ ক্ষমতাও। এর ফলে ফোন হ্যাঙ করার সমস্যা কমবে। বাড়বে ব্যাবহারের স্পিডও। এছাড়া রয়েছে 3.5 MM অডিও জ্যাক, স্টিরিও স্পিকার ও ২টি মাইক্রোফোন। থাকছে Type-C চার্জার পোর্ট।
গুগল ক্যামেরা
বর্তমান ফোনের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ক্যামেরা। প্রায় সমস্ত ফোনই ক্যামেরার বিষয়টি নজরে রাখে। Google Pixel 4A তে থাকছে 12 megapixel সিঙ্গল রিয়ার ক্যামেরা। ইনবিল্ড থাকছে টপ শট, নাইট মোড ও পোট্রেট মোড। সেই সঙ্গে থাকছে 1.7 ডেপথ লেন্স। 8 megapixel ফ্রন্ট ক্যামেরায় থাকছে সেলফি ও ভিডিও কলের সুবিধা। বলা বাহুল্য,গুগলের নিজস্ব ক্যামেরা কোয়ালিটির ওপর ভরসা করেন বহু ক্রেতা। দুর্দান্ত রঙের কনট্রাস্টের সঙ্গে এই ফোন দেয় ওয়াইড ভিউর সুবিধাও। ফ্রন্টে থাকছে 2.0 ডেপথ লেন্সও।
OnePlus Nord নাকি Google Pixel 4A? এগিয়ে কে?
Google Pixel 4A ফোনটির সঙ্গে তুলনা করা চলে OnePlus Nord ফোনটির। দেখে নেওয়া যাক OnePlus Nord কী কী ফিচার দিচ্ছে।
6.4 ইঞ্চি ফুল অ্যালমন্ড ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে। রয়েছে Corning Gorilla Glass 5। OnePlus Nord দিচ্ছে Qualcomm Snapdragon 765 প্রসেসর। 620 GPU রয়েছে এই ফোনটিতে। রয়েছে 4115mAh ব্যাটারিও। ক্যামেরার দিক থেকেও OnePlus Nord বেশ এগিয়ে। 48 megapixel রিয়ার ক্যামেরা সহ এই ফোনে রয়েছে 8 megapixel আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 megapixel ম্যাক্রো সেন্সর ও 5 megapixel ডেপথ ক্যামেরা। ফ্রন্টে রয়েছে 32 megapixel ক্য়ামেরা। দুর্দান্ত সেলফি ক্যাপাসিটির সঙ্গে গুগলকে অনেক পিছনে ফেলে দিয়েছে ওয়ানপ্লাস।
দাম
২০২০ সালের জুলাই মাসে লঞ্চ করা ওয়ানপ্লাস নর্ড-এর দাম ২৭,৯৯৯ টাকা। এই দামের ফোনটিতে থাকছে 8GB RAM ও 128 GB স্টোরেজ। 12 GB RAM ও 256 GB স্টোরেজের ওয়ানপ্লাস নর্ড-এর দাম ২৯,৯৯৯ টাকা। 6 GB RAM ও 64 GB স্টোরেজের OnePlus Nord-এর দাম ২৪,৯৯৯ টাকা।
অন্যদিকে এখনও পর্যন্ত নয়া ফোনের দাম ঘোষণা করেনি গুগল। কিন্তু ইউএস-তে এর দাম ৩৪৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২৫,৭০০ টাকা। তবে ভারতে এর দাম বাড়তে পারে বলে সূত্রের খবর।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
শিক্ষা
আইপিএল
Advertisement