এক্সপ্লোর
Advertisement
স্মার্টফোন বাজারে নজর কেড়েছে Oppo Reno 3 Pro
চমৎকার সব ফিচার্স রয়েছে Oppo-র Reno 3 Pro তে। মাত্রই কয়েক মাস আগে বাজারে এসেছে এই স্মার্টফোন। ফোনটির ফিচারগুলির দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
নয়াদিল্লি: চমৎকার সব ফিচার্স রয়েছে Oppo-র Reno 3 Pro তে। মাত্রই কয়েক মাস আগে বাজারে এসেছে এই স্মার্টফোন। ফোনটির ফিচারগুলির দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
স্মার্টফোনটির পিছনে রয়েছে 64 MP মেইন সেন্সর। আর সামনে রয়েছে 44 MP-র সেন্সর। এই ফোনের চায়না মডেল থেকে ভারত লঞ্চ হওয়া নয়া এই মডেল সম্পূর্ণ আলাদা। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে এই ফোনে।
এই প্রথম ফোন যার মধ্যে রয়েছে MediaTek Helio P95 প্রসেসার। তবে প্রথমে বলা হয়েছিল, Oppo-র অন্যান্য ফোনগুলির মতো এই ফোনেও থাকবে Qualcom প্রসেসার। কিন্তু তা নয়। নয়া এই MediaTek Helio P95 প্রসেসার স্মার্টফোন দুনিয়ার হালই বদলে দিতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
Oppo Reno 3 প্রো ফোনের ডিসপ্লে 6.4 ইঞ্চির। সুপার AMOLED ডিসপ্লে ছাড়াও এই ফোনে আছে 20:9 অ্যাস্পেক্ট রেশিও যা 91.5% স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে এসেছে।
এই ফোনে আছে 8GB RAM ভ্যারিয়েন্ট। 128GB আর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টও রয়েছে এই দুর্দান্ত স্মার্টফোনে। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়।
এই ফোনে Quad Camera সেটআপ রয়েছে। মেইন 64MP আর সঙ্গে আছে একটি 13MP-র ক্যামেরা ছাড়াও 8MP-র এবং আর একটি 2MP-র ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে।
আর একটি তাক লাগানো ফিচার্স রয়েছে এই ফোনে। Oppo Reno 3 Pro-র ফ্রন্টে পাঞ্চ হোল ডিসপ্লেতে ডুয়াল ক্যামেরা রয়েছে যেখানে 44MP-র মেইন ক্যামেরার সঙ্গে 2MP-র আরও একটি ক্যামেরার সঙ্গে সংযুক্ত।
Oppo Reno 3 Pro ফোনে আছে 4025mAh ব্যাটারি। এই চমৎকার ব্যাটারির সাহায্যে 30W VOCC ফ্ল্যাশ চার্জ 4.0 দেওয়া সম্ভব।
Oppo-র নিজস্ব VOOC চার্জ টেকনোলজি রয়েছে এই Reno 3 Pro-তে। ৩০ সপ্তাহ অবধি চার্জ থাকতে পারে এই ফোনে। আর মাত্র এক ঘণ্টা চার্জ দিলেই যথেষ্ট।
এতে রয়েছে অনবদ্য একটি ফিচার, যার নাম হাইপার বুস্ট। এই হাইপার বুস্টের কারণেই ফোনের গেম খেলা এবং গ্রাফিক্স আরও চাকচিক্য বিশিষ্ট হয়। হাইপার বুস্ট আদপে ফ্রেম রেট স্টেবিলিটি ৩৮ শতাংশ বাড়িয়ে দেয়।আর আছে পাঞ্চ-হোল ডিসপ্লে।দাম 34,990 টাকা।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement