এক্সপ্লোর
৯৮ বছর বয়সে অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পেলেন ইনি!
1/6

এ প্রজন্মের প্রতি তাঁর পরামর্শ, কখনও হাল ছেড়ো না। চেষ্টা করে যাও। তাঁর আগামী পরিকল্পনা কী? রাজকুমার বলেছেন, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাভের বহুদিনের বাসনা পূরণ হয়েছে। আরও পড়তে চাই। লেখালেখি করতে চান দারিদ্র্য, বেকারির মতো গভীর সমস্যা নিয়ে।
2/6

সম্প্রতি হুইল চেয়ারে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসে ডিগ্রি গ্রহণ করেন রাজকুমার। দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানায়। অভ্যর্থনা গ্রহণ করে তিনি জানান, সুস্থ থাকতে প্রিয় রসগোল্লা খাওয়া ছেড়েছেন। দৈনিক ৬ ঘন্টা পড়াশোনা করেছেন।
Published at : 30 Dec 2017 05:05 PM (IST)
View More
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















