LIVE UPDATE: ২৬ তারিখ পর্যন্ত চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না ইডি, জানাল সুপ্রিম কোর্ট
LIVE
Background
নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় দ্বিতীয় রাত সিবিআই হেফাজতে কাটালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। গতকাল রাতেও চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, এফআইপিবি-র বৈদেশিক নীতি সম্পর্কে সিবিআই অফিসাররা জানতে চান তাঁর কাছে। তাঁকে নথিও দেখান তাঁরা। প্রায় ৪৫ মিনিট নথি পড়ার পর প্রশ্নের উত্তর দেন চিদম্বরম।
বাড়ি থেকে খাবার দেওয়ার জন্য আবেদন করেছেন চিদম্বরম। গতকাল রাতে দেরিতে ঘুমোন তিনি। আজ সকালে তাঁকে চা আর ২টো বিস্কুট দেওয়া হয়। আইএনএক্স মিডিয়া কাণ্ডে ৩০৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বুধবার রাতে চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ২৬ তারিখ পর্যন্ত আদালত তাঁকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
“Both CBI and Enforcement Directorate matters to be heard again on Monday August 26 in Supreme Court. Chidambaram is in CBI custody till August 26. https://t.co/vVIwpsDPZc”
“Supreme Court grants interim protection from arrest to former Union Minister P Chidambaram, till August 26 in connection with INX media case probed by Enforcement Directorate”
সিবিআই হেফাজতের দ্বিতীয় দিনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে ফের জিজ্ঞাসাবাদ