এক্সপ্লোর
গৌরী লঙ্কেশ হত্যা: মোদীকে নিশানা করায় প্রকাশ রাজকে পাল্টা তোপ বিজেপির
1/5

গত ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে লঙ্কেশকে নিজের বাড়ির বাইরে হত্যা করা হয়। কন্নড় ভাষার বিশিষ্ট সাংবাদিকের এই হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়।
2/5

এর জবাবে বিজেপি নেতা সুরেশ কুমার বলেছেন, অভিনেতা তাঁর রাজনৈতিক মতাদর্শের পক্ষে অনুকূল বিবৃতিতে রাজনৈতিক অপরিপক্কতা প্রদর্শণ করেছেন। হাততালি আদায়ের জন্য মোদীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন প্রকাশ রাজ। আসলে লঙ্কেশকে খুনের ঘটনার পর নিখিল দধিচ নামে এক ব্যক্তি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক সম্পর্কে অশ্লীল, কদর্য মন্তব্য করেছিলেন। এমনই এক ব্যক্তির অ্যাকাউন্টের ফলোয়ারদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রীও। এজন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন মোদী। প্রকাশ রাজ এই প্রসঙ্গ উল্লেখ করেই মোদীকে নিশানা করেছিলেন।
Published at : 04 Oct 2017 01:56 PM (IST)
View More






















