LIVE UPDATES: কাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন, সঙ্গে ৭ নির্দলের সমর্থন, দাবি খট্টরের
LIVE
Background
নয়াদিল্লি: হরিয়ানায় কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফল হয়েছে ত্রিশঙ্কু। মনে করা হচ্ছিল, ক্ষমতার চাবিকাঠি দুষ্যন্ত চৌতালার জজপার হাতে। কিন্তু দেখা যাচ্ছে, কিং মেকার হয়ে উঠতে চলেছেন অন্যান্য ছোট দল ও নির্দল বিধায়করা। বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে হরিয়ানা লোকহিত পার্টির নেতা গোপাল কান্ডা ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন। সঙ্গে ২ বিধায়ক।
৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপি পেয়েছে ৪০টি আসন, কংগ্রেস ৩১টি। জজপা প্রথমবার ভোটে লড়েই ১০, অন্যান্যরা ৯। সরকার গড়তে প্রয়োজন কম করে ৪৬ আসন। রাজনৈতিক মহল ভেবেছিল, জজপার সমর্থন যারা পাবে, তারাই সরকার গড়বে। কিন্তু গতকাল রাতে দিল্লি পৌঁছে গিয়েছেন সিরসা কেন্দ্রের বিধায়ক গোপাল কান্ডা, নাড্ডার সঙ্গে বৈঠকও হয়েছে তাঁর।
গোপালের ভাই গোবিন্দ কান্ডা দাবি করেছেন, তাঁর দাদার সঙ্গে আরও ৫ বিধায়কের যোগাযোগ রয়েছে, বিজেপিকে সরকার গড়তে নিঃশর্ত সমর্থন করবেন তাঁরা। এঁদের মধ্যে কয়েকজন নির্দল। এ নিয়ে আলোচনা করতে রনিয়া থেকে জেতা রঞ্জিৎ সিংহ নামে ১ বিধায়ক ও আর ১ বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছেন গোপাল, তাঁদের সঙ্গে আছেন সিরসার বিজেপি সাংসদ সুনীতা দুগ্গাল। শোনা যাচ্ছে, রঞ্জিৎ ইতিমধ্যেই হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অনিল জৈনের সঙ্গে আলোচনা বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। এই ভোটে ৭ জন নির্দল বিধায়ক ভোটে জিতেছেন। এঁরা সকলে সমর্থন করলে বিজেপির সরকার গড়া সহজ হয়ে যাবে।
গোপাল কান্ডার অবশ্য অতীত খুব একটা ঝকঝকে নয়, বিমান সেবিকা গীতিকা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় তিনি প্রধান অভিযুক্ত, গীতিকার সুইসাইড নোটে তাঁর ব্যাপারে বিস্তারিত উল্লেখ রয়েছে। এ ব্যাপারে গ্রেফতারও হন তিনি। ওই বিমান সেবিকার মাও আত্মহত্যা করেন। এ ছাড়া বেআইনি সম্পত্তি কেনাবেচা, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ রাখারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু হরিয়ানার রাজনীতিতে গোপাল অত্যন্ত প্রভাবশালী।
“Haryana Bharatiya Janata Party President Subhash Barala: Independent candidates have come with BJP. The government will be formed under the leadership of ML Khattar Ji. He is coming to Delhi today to hold discussions.”